
নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীর সদর উপজেলায় মুন হসপিটালের ভুল চিকিৎসায় শিকার হয়ে আড়াই বছর বয়সী জোবায়ের হোসেন নিহাজ নামেএক শিশুর মৃত্যুর হয়েছে বলে অভিযোগ করে
স্বজনদের অভিযোগ, হার্নিয়া অপারেশানের জন্য গতকাল শিশুটিকে হাসপাতালে ভর্তি করে। আজ সকাল ১০টায় অপারেশন থিয়েটারে নেয়ার ১০ মিনিটের মাথায় শিশুটির অবস্থার অবনতি হলে ডাক্তার কুমিল্লা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে রেফার করে।
নিহত পিতা নাজমুল হোসেন অভিযোগ করেন, ডা. ডায়াগনোসিস রিপোর্ট ভালোভাবে না দেথে সঠিকভাবে রোগ নির্ণয় না করে ভুল অপারেশন করে শিশুটিকে মৃত্যুর মুখে ঠেলে দেয়।
অপরদিকে মুন হসপিটাল কর্তৃপক্ষ বলছে, অপারেশন সফল হয়েছে কিন্তু অপারেশন পরবর্তী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শিশুটি মারা যায়। ভক্সপপ: শিশুর পিতা ও হাসপাতাল কর্তৃপক্ষ।


















