Dhaka , Saturday, 5 July 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ল্যাপটপ বাসায়, ক্লাসে শিক্ষার্থী নেই: অনিয়মে ভরপুর প্রাথমিক বিদ্যালয় ডা. জুবাইদা রহমানের জন্মদিনে সিলেট জেলা মহিলা দলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ দেশজুড়ে থেমে থেমে বৃষ্টি, ৯ জুলাই পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা নি’র্বাচ’নী আসন নিয়ে বিএনপি-মিত্র দলগুলোর স’মঝো’তার চলমান আলোচনা কুমিল্লার মুরাদনগরে মা ও দুই সন্তানের হ’ত্যা’র ৩৯ ঘণ্টা পর মা’ম’লা, দুজন আ’টক শুল্ক-কর পরিশোধে ‘এ চা’লান’: অনলাইনে সরাসরি কোষাগারে জমা বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে আজ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে হজ ফ্লাইট আ’টকা, দুই ঘণ্টা বিমান চলাচল বন্ধ কলাতলীতে অ’স্ত্রস’হ তিন অ’স্ত্র ব্যবসায়ী গ্রেফ’তার, উ’দ্ধার বিদেশি আ’গ্নেয়া’স্ত্র ও বি’পুল পরিমাণ গু’লি রূপগঞ্জে ইলেকট্রিশিয়ানকে কু’পি’য়ে হ’ত্যা রূপগঞ্জে বৃ’ক্ষ রোপণ কর্মসূচি ও চারাগাছ বিতরণ রামুতে নি’খোঁ’জ একই পরিবারের চার শিক্ষার্থী ভারতকে ধ’মক ও রু’খে দিতে হলে বিএনপিকে ক্ষ’মতা’য় আনতে হবে : আব্দুস সালাম কালিয়াকৈরে ৩১ দ’ফা বাস্তবায়নে লিফলেট বিতরণ,বিএনপির সদস্য সংগ্রহ -নবায়ন এবং দ্রুত  জাতীয় সংসদ নি’র্বাচনে’র দা’বিতে বিশাল স’মাবে’শ  প্রস্তাবিত রায়পুরা মেঘনা সেতুর দৈর্ঘ্য ১৪৭০ মিটার, নির্মাণ ব্যয় হবে ৮০০ কোটি টাকা জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ পুনর্মিলনী ও কর্মশালা কক্সবাজারে অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলঙ্কার অ’র্থনৈ’তিক সহযোগিতা জো’রদা’রে ঢাকার আ’হ্বান শ’হীদদে’র জন্য ৫ জুলাই দেশব্যা’পী দোয়া-মাহফিলের আ’হ্বান হেফাজতে ইসলামের। লালমনিরহাটে আন্ত:সুরকিমীল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত পাবনায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বি’দ্যুৎস্পৃ’ষ্টে চালকের মৃ’ত্যু  কাঁঠালিয়ায় বিএনপির বি’ক্ষো’ভ মিছিল, খু’নি হাসিনার ফাঁ’সি ও আওয়ামী স’ন্ত্রা’সীদে’র বি’চারে’র দাবি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মোংলা বন্দর চেয়ারম্যান পাবনায় বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হত ৩, আ’হত ১০  হাটহাজারিতে মডেল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন থানায় হা’মলা ও আ’সামি ছি’নতা’ইয়ে’র ঘ’টনা’য় তিনজন র‍্যাবের হাতে গ্রে’প্তার কালিয়াকৈরে ৩১ দ’ফা বাস্তবায়নে লিফলেট বিতরণ,বিএনপির সদস্য সংগ্রহ -নবায়ন এবং দ্রুত  জাতীয় সংসদ নি’র্বাচনে’র দাবিতে বিশাল সমা’বেশ  হাতীবান্ধা থেকে ২৫.৫ কেজি গাঁ’জাসহ এক মা’দক ব্যবসায়ীকে গ্রে’প্তার করেছে র‍্যাব দেশীয় প্রযুক্তিতে বাং’কার বা’স্টার তৈরি করছে ভারত, আসছে অ’গ্নি-৫-এর নতুন দুই সং’স্ক’রণ চরভদ্রাসনে বিএনপি’র প্রস্তুতিমূলক কমিটিতে আওয়ামীলীগের দো’সর’দের ঠা’ই হয়েছে, তারই প্র’তিবা’দে ত্যা’গী বিএনপি’র নেতাকর্মীদের মশাল মিছিল পটুয়াখালীর মহিপুরে দুই না’রীর ওপর হা’মলা’র অ’ভিযো’গ ছাত্রদল নে’তার’ বি’রুদ্ধে

পরিবেশ আন্দোলনের নামে ভারতের এজেন্ডা বাস্তবায়নে এরা কারা সুলতানা, রানা, জামিল যোগসূত্রে “ধরা” আবিষ্কার, কামাল পারভেজ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:47:36 pm, Thursday, 16 January 2025
  • 121 বার পড়া হয়েছে

পরিবেশ আন্দোলনের নামে ভারতের এজেন্ডা বাস্তবায়নে এরা কারা সুলতানা, রানা, জামিল যোগসূত্রে "ধরা" আবিষ্কার, কামাল পারভেজ।।

বাংলাদেশের ফ্যাসিবাদের উত্থানের পরবর্তীতে ফ্যাসিবাদকে আবার ফিরে আনার জন্য ইন্ডিয়ান একটি কন্সপিরেসি আছে। সেটা হচ্ছে যে ইন্ডিয়ান যারা, ইন্ডিয়ান ইন্টারেস্টকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য পরিবেশবাদী আন্দোলনগুলোর নাম দিয়ে কিছু ইনস্টিটিউশন হাসিনা সরকারের পতনের আগে থেকেই কাজটা শুরু হয়েছে এবং এটা সব থেকে বড় ইন্সট্রুমেন্ট হিসেবে, এজেন্ট হিসেবে কাজ করেছে সুলতানা কামাল এবং তার দোসররা। আপনারা জানেন যে বিভিন্ন সময় যেমন শেখ হাসিনার সময় যেমন মানবাঅধিকার নিয়ে কথা বলেছিল তখন সে অধিকারের রিপোর্টকে ভুয়া রিপোর্ট এবং এই ধরনের ইলেকশন নিয়ে যে ধরনের সহিংসতা হয়েছে তার পক্ষে এবং হাসিনার পক্ষে কিন্তু দাঁড়িয়ে ছিল সুলতানা কামাল, এইটাকে হাসিনা ব্যবহার করেছে সেই সময়। সুলতানা কামালকে এন্ডরোজ করার জন্য “ধরা” নামের একটা প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি হয় এবং তার ইন্সট্রুমেন্ট হিসেবে সবচাইতে বড় এজেন্ট হিসেবে কাজ করছে শরীফ জামিল এক সময় সে বাপা এর সেক্রেটারি ছিল।

 

সে এখন বাংলাদেশের সীমান্ত এরিয়া এবং কোস্টাল এরিয়াতে যেখানে কেপিআই আছে সেই সব জায়গার মধ্যে পরিবেশ আন্দোলনের নাম দিয়ে ভারতের ইন্টারেস্টকে এক ধরনের ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশকে সহিংস করা এবং বাংলাদেশের সরকারকে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সরকারকে আরো বিতর্কিত করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে যাচ্ছে। তাদের দোসর কারা কারা এটা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে চট্টগ্রামে “ধরা”র এবং শরীফ জামিলের ডান হাত এবং সবচেয়ে বড় কোলাবরেটর হচ্ছে হিন্দু – বৌদ্ধ – খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এবং তাদেরই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের আরো বেশ কিছু সদস্য আছে তারা ভারতীয় RAW এজেন্ট হিসেবে হবিগঞ্জে, সিলেটে, চট্টগ্রাম ও কক্সেসবাজারে এই বাংলাদেশে সব সীমান্ত এলাকাতেই কিন্তু তারা এই কার্যক্রম গুলো তারা চালিয়ে যাচ্ছে। এবং তাদের কার্যক্রমের স্থানীয় পর্যায়ের যত ধরনের সাংগঠনিক কাঠামো ও অন্যান্য যে কাজগুলো হয় সেগুলো রাণা দাশগুপ্ত ও শরীফ জামিল মিলে করছে। সুতরাং এরা যতটুকু না পরিবেশের ছাতার মধ্যে কাজ করছে তার থেকে বেশি ভারতীয় এজেন্ডার বাস্তবায়নের জন্য কাজ করছে। বর্তমানে বাংলাদেশে এদেরকে যদি ফ্যাসিবাদের দোসর হিসেবে আগে থেকে চিহ্নিত করতে না পারা যায়, তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে বলে সচেতন নাগরিকদের বিশ্বাস। উল্লেখ্য শরীফ জামিল যখন বাংলাদেশ পরিবেশ আন্দোলন করেছে তখন বাংলাদেশ পরিবেশ আন্দোলনকেও এক ধরনের আওয়ামীকরণ করা হয়েছে। আপনারা লক্ষ্য করবেন তার শেষ যে বড় সমাবেশটি শহীদ মিনারে তার নেতৃত্বে হয়েছিল তখন সে সমাবেশের অন্যতম অতিথি ছিলেন আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন এবং এছাড়াও আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে তৎকালীন সময় বাপাতে অনবোর্ড করা হয়েছিল অতিথি হিসেবে।

 

সুতরাং বাংলাদেশ পরিবেশ আন্দোলনকেও আওয়ামীকরণ করেছিল শরীফ জামিল ও সুলতানা কামাল দুইজনের যোগসূত্রে। তার পরবর্তীতে তারা যখন সেখানে টিকতে পারে নাই তখন নতুন করে তারা এই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য তারা এখন এই “ধরার” নাম দিয়ে এই শরীফ জামিল এবং তাদের আরেক সংগঠন আছে Blue প্লানেট ইনিশিয়েটিভ এবং ওয়াটার কিপারসের নাম দিয়ে তারা বাংলাদেশে এক ধরনের নতুন Hegemony এবং ইন্ডিয়ানদের ইন্ডিয়ান এজেন্টদেরকে বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে। তাদের সাথে বাংলাদেশের বায়ু নিয়েও কাজ করে ঢাকার স্ট্যামফোর্ড এর শিক্ষক কামরুজ্জামান। তিনিও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই প্রকল্পটির রাশিয়ান প্রকল্পের স্টাডিতেও সে কিন্তু এক সময় পার্টিসিপেট করেছিল এবং সরকার যখনই কোন ভাল কাজ করতে যায় তখন তারা কিন্তু কামরুজ্জামান গ্যাংসহ শরীফ জামিলরা মিলে একটি নতুন একটি চক্র তৈরি করেছে যার সাথে রানা দাশগুপ্ত জড়িত। যখন জুলাই অভ্যুত্থান হয় সে সময় হাসিনা সরকার তখন কারফিউ ঘোষণা করে এবং গণহারে মানুষকে মারছে তখন এই কারফিউর সময় তখন ঢাকার বায়ু নাকি অনেক ভালো সেই সাপোর্ট করে কামরুজ্জামানরা এবং সয়ং কামরুজ্জামান ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে একটি টকশোতে সে বলেছে ঢাকার বায়ুর মান ভালো। বায়ুর মান ভালো বলার কারণ হলো আওয়ামী সরকারের আমলে কামরুজ্জামান ও শরীফ জামিল মিলে “বায়ু দূষণ ও ধুলো দূষণ” নামে প্রকল্প হাতিয়ে নেয় পরিবেশ অধিদপ্তর থেকে।

এদিকে গত ১৫ জানুয়ারী ২০২৫ -বুধবার- পান্থকুন্জ ও হাতিরঝিল ধ্বংস করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে উন্নয়নের করাতে নিহত দুইহাজার গাছেদের প্রতিকী জানাজা দেওয়ার বিষয়টি দেখা যায়, এবং আমিরুল রাজিব তার ফেসবুক আইডি থেকে পোস্ট করেন জানাজা প্রতীকীর ছবি।বিষয়টি খতিয়ে দেখলে দেখা যায় আমিরুল রাজিব হচ্ছে “ধরা” সংগঠনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে। প্রশ্ন হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তো আওয়ামী সরকারের প্রকল্প ছিলো তখন সেটি আওয়ামী লীগের আমলে কেন এধরণের প্রতিবাদ করা হয়নি। তাহলে বুঝা যাচ্ছে সুলতানা কামাল ও শরীফ জামিল তৎকালীন ফ্যাসিবাদ সরকারের কাছ থেকে সুবিধাভোগী ছিলেন তাই তাদের কন্ঠস্বর কচ্ছপের মতো ছিলো। গাছের জানাজা নিয়ে বেশ কিছু মাওলানাদের সাথে আলাপ করলে তারা বলেন ইসলামে মৃত মানুষের জানাজা হওয়া হলো মাইয়াত যা ফরজ কেপায়া এটা করতে হবে, মৃত ব্যক্তির জন্য গায়েবি জানাজা পরা যায়, অন্য কিছু নিয়ে জানাজা পরা যায় না, কেউ যদি এটা করে তা পৌত্তলিকতা যা ইসলামে বেধাতি,পরিবেশের নামে যা করা হচ্ছে ওদের অন্য মতলব ররেছে এরা ইসলামের শত্রু এরা কারো ইশারায় ইসলাম কে হেয় করতে নেমেছে, এদের কে এখনি প্রতিহত করতে হবে, গ্রেফতার করতে হবে। এরা কাদের হয়ে নেমেছে তা তদন্ত করে আইনের আওতায় আনতে হবে।

“ধরা” সংগঠনের বিষয় স্পষ্ট হওয়া প্রয়োজন এরা কারা। তবে অনুসন্ধানে দেখা যায় “ধরা” সংগঠনটি হচ্ছে ভারতের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশে কাজ করছে। মেজরিটি পার্সন সদস্যকে অন্ধকারে রেখে গুটি কয়েক সদস্যদের যোগসাজশে ইসলাম বিদ্বেষমূলক কর্মকাণ্ড করা ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে উত্তপ্ত করাই হচ্ছে তাদের কাজ। ধরা সংগঠনের স্বঘোষিত সমন্বয়ক আমিরুল রাজিব নিজেই একটা এডিক্টর এবং নিম্ন সদস্য যাদের দিয়ে কাজ করা হয় তারা বেশিরভাগই মাদকাসক্ত বলে জানা যায়। যাই হোক উপরস্থ বিষয় গুলো আমাদের দেশের আপামর জনতা যেনে রাখা প্রয়োজন এবং মানুষদেরকে যেখানে গুলি করে মারা হচ্ছে তখন ফ্যাসিবাদের পক্ষে এ ধরনের প্রকাশ্যে অবস্থান যারা নিয়েছে তারা এখন আবার পরিবেশবাদীতার নাম দিয়ে নতুন করে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের অস্তিত্বকে যদি আমরা রক্ষা করতে চাই ভারতীয়দের হাত থেকে তাহলে এই ভারতীয় এজেন্টদেরকে নতুন করে চিনে রাখাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ।

লেখক : সাংবাদিক ও কলামিস্ট।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

ল্যাপটপ বাসায়, ক্লাসে শিক্ষার্থী নেই: অনিয়মে ভরপুর প্রাথমিক বিদ্যালয়

পরিবেশ আন্দোলনের নামে ভারতের এজেন্ডা বাস্তবায়নে এরা কারা সুলতানা, রানা, জামিল যোগসূত্রে “ধরা” আবিষ্কার, কামাল পারভেজ।।

আপডেট সময় : 06:47:36 pm, Thursday, 16 January 2025

বাংলাদেশের ফ্যাসিবাদের উত্থানের পরবর্তীতে ফ্যাসিবাদকে আবার ফিরে আনার জন্য ইন্ডিয়ান একটি কন্সপিরেসি আছে। সেটা হচ্ছে যে ইন্ডিয়ান যারা, ইন্ডিয়ান ইন্টারেস্টকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য পরিবেশবাদী আন্দোলনগুলোর নাম দিয়ে কিছু ইনস্টিটিউশন হাসিনা সরকারের পতনের আগে থেকেই কাজটা শুরু হয়েছে এবং এটা সব থেকে বড় ইন্সট্রুমেন্ট হিসেবে, এজেন্ট হিসেবে কাজ করেছে সুলতানা কামাল এবং তার দোসররা। আপনারা জানেন যে বিভিন্ন সময় যেমন শেখ হাসিনার সময় যেমন মানবাঅধিকার নিয়ে কথা বলেছিল তখন সে অধিকারের রিপোর্টকে ভুয়া রিপোর্ট এবং এই ধরনের ইলেকশন নিয়ে যে ধরনের সহিংসতা হয়েছে তার পক্ষে এবং হাসিনার পক্ষে কিন্তু দাঁড়িয়ে ছিল সুলতানা কামাল, এইটাকে হাসিনা ব্যবহার করেছে সেই সময়। সুলতানা কামালকে এন্ডরোজ করার জন্য “ধরা” নামের একটা প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি হয় এবং তার ইন্সট্রুমেন্ট হিসেবে সবচাইতে বড় এজেন্ট হিসেবে কাজ করছে শরীফ জামিল এক সময় সে বাপা এর সেক্রেটারি ছিল।

 

সে এখন বাংলাদেশের সীমান্ত এরিয়া এবং কোস্টাল এরিয়াতে যেখানে কেপিআই আছে সেই সব জায়গার মধ্যে পরিবেশ আন্দোলনের নাম দিয়ে ভারতের ইন্টারেস্টকে এক ধরনের ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশকে সহিংস করা এবং বাংলাদেশের সরকারকে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সরকারকে আরো বিতর্কিত করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে যাচ্ছে। তাদের দোসর কারা কারা এটা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে চট্টগ্রামে “ধরা”র এবং শরীফ জামিলের ডান হাত এবং সবচেয়ে বড় কোলাবরেটর হচ্ছে হিন্দু – বৌদ্ধ – খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এবং তাদেরই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের আরো বেশ কিছু সদস্য আছে তারা ভারতীয় RAW এজেন্ট হিসেবে হবিগঞ্জে, সিলেটে, চট্টগ্রাম ও কক্সেসবাজারে এই বাংলাদেশে সব সীমান্ত এলাকাতেই কিন্তু তারা এই কার্যক্রম গুলো তারা চালিয়ে যাচ্ছে। এবং তাদের কার্যক্রমের স্থানীয় পর্যায়ের যত ধরনের সাংগঠনিক কাঠামো ও অন্যান্য যে কাজগুলো হয় সেগুলো রাণা দাশগুপ্ত ও শরীফ জামিল মিলে করছে। সুতরাং এরা যতটুকু না পরিবেশের ছাতার মধ্যে কাজ করছে তার থেকে বেশি ভারতীয় এজেন্ডার বাস্তবায়নের জন্য কাজ করছে। বর্তমানে বাংলাদেশে এদেরকে যদি ফ্যাসিবাদের দোসর হিসেবে আগে থেকে চিহ্নিত করতে না পারা যায়, তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে বলে সচেতন নাগরিকদের বিশ্বাস। উল্লেখ্য শরীফ জামিল যখন বাংলাদেশ পরিবেশ আন্দোলন করেছে তখন বাংলাদেশ পরিবেশ আন্দোলনকেও এক ধরনের আওয়ামীকরণ করা হয়েছে। আপনারা লক্ষ্য করবেন তার শেষ যে বড় সমাবেশটি শহীদ মিনারে তার নেতৃত্বে হয়েছিল তখন সে সমাবেশের অন্যতম অতিথি ছিলেন আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন এবং এছাড়াও আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে তৎকালীন সময় বাপাতে অনবোর্ড করা হয়েছিল অতিথি হিসেবে।

 

সুতরাং বাংলাদেশ পরিবেশ আন্দোলনকেও আওয়ামীকরণ করেছিল শরীফ জামিল ও সুলতানা কামাল দুইজনের যোগসূত্রে। তার পরবর্তীতে তারা যখন সেখানে টিকতে পারে নাই তখন নতুন করে তারা এই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য তারা এখন এই “ধরার” নাম দিয়ে এই শরীফ জামিল এবং তাদের আরেক সংগঠন আছে Blue প্লানেট ইনিশিয়েটিভ এবং ওয়াটার কিপারসের নাম দিয়ে তারা বাংলাদেশে এক ধরনের নতুন Hegemony এবং ইন্ডিয়ানদের ইন্ডিয়ান এজেন্টদেরকে বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে। তাদের সাথে বাংলাদেশের বায়ু নিয়েও কাজ করে ঢাকার স্ট্যামফোর্ড এর শিক্ষক কামরুজ্জামান। তিনিও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই প্রকল্পটির রাশিয়ান প্রকল্পের স্টাডিতেও সে কিন্তু এক সময় পার্টিসিপেট করেছিল এবং সরকার যখনই কোন ভাল কাজ করতে যায় তখন তারা কিন্তু কামরুজ্জামান গ্যাংসহ শরীফ জামিলরা মিলে একটি নতুন একটি চক্র তৈরি করেছে যার সাথে রানা দাশগুপ্ত জড়িত। যখন জুলাই অভ্যুত্থান হয় সে সময় হাসিনা সরকার তখন কারফিউ ঘোষণা করে এবং গণহারে মানুষকে মারছে তখন এই কারফিউর সময় তখন ঢাকার বায়ু নাকি অনেক ভালো সেই সাপোর্ট করে কামরুজ্জামানরা এবং সয়ং কামরুজ্জামান ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে একটি টকশোতে সে বলেছে ঢাকার বায়ুর মান ভালো। বায়ুর মান ভালো বলার কারণ হলো আওয়ামী সরকারের আমলে কামরুজ্জামান ও শরীফ জামিল মিলে “বায়ু দূষণ ও ধুলো দূষণ” নামে প্রকল্প হাতিয়ে নেয় পরিবেশ অধিদপ্তর থেকে।

এদিকে গত ১৫ জানুয়ারী ২০২৫ -বুধবার- পান্থকুন্জ ও হাতিরঝিল ধ্বংস করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে উন্নয়নের করাতে নিহত দুইহাজার গাছেদের প্রতিকী জানাজা দেওয়ার বিষয়টি দেখা যায়, এবং আমিরুল রাজিব তার ফেসবুক আইডি থেকে পোস্ট করেন জানাজা প্রতীকীর ছবি।বিষয়টি খতিয়ে দেখলে দেখা যায় আমিরুল রাজিব হচ্ছে “ধরা” সংগঠনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে। প্রশ্ন হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তো আওয়ামী সরকারের প্রকল্প ছিলো তখন সেটি আওয়ামী লীগের আমলে কেন এধরণের প্রতিবাদ করা হয়নি। তাহলে বুঝা যাচ্ছে সুলতানা কামাল ও শরীফ জামিল তৎকালীন ফ্যাসিবাদ সরকারের কাছ থেকে সুবিধাভোগী ছিলেন তাই তাদের কন্ঠস্বর কচ্ছপের মতো ছিলো। গাছের জানাজা নিয়ে বেশ কিছু মাওলানাদের সাথে আলাপ করলে তারা বলেন ইসলামে মৃত মানুষের জানাজা হওয়া হলো মাইয়াত যা ফরজ কেপায়া এটা করতে হবে, মৃত ব্যক্তির জন্য গায়েবি জানাজা পরা যায়, অন্য কিছু নিয়ে জানাজা পরা যায় না, কেউ যদি এটা করে তা পৌত্তলিকতা যা ইসলামে বেধাতি,পরিবেশের নামে যা করা হচ্ছে ওদের অন্য মতলব ররেছে এরা ইসলামের শত্রু এরা কারো ইশারায় ইসলাম কে হেয় করতে নেমেছে, এদের কে এখনি প্রতিহত করতে হবে, গ্রেফতার করতে হবে। এরা কাদের হয়ে নেমেছে তা তদন্ত করে আইনের আওতায় আনতে হবে।

“ধরা” সংগঠনের বিষয় স্পষ্ট হওয়া প্রয়োজন এরা কারা। তবে অনুসন্ধানে দেখা যায় “ধরা” সংগঠনটি হচ্ছে ভারতের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশে কাজ করছে। মেজরিটি পার্সন সদস্যকে অন্ধকারে রেখে গুটি কয়েক সদস্যদের যোগসাজশে ইসলাম বিদ্বেষমূলক কর্মকাণ্ড করা ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে উত্তপ্ত করাই হচ্ছে তাদের কাজ। ধরা সংগঠনের স্বঘোষিত সমন্বয়ক আমিরুল রাজিব নিজেই একটা এডিক্টর এবং নিম্ন সদস্য যাদের দিয়ে কাজ করা হয় তারা বেশিরভাগই মাদকাসক্ত বলে জানা যায়। যাই হোক উপরস্থ বিষয় গুলো আমাদের দেশের আপামর জনতা যেনে রাখা প্রয়োজন এবং মানুষদেরকে যেখানে গুলি করে মারা হচ্ছে তখন ফ্যাসিবাদের পক্ষে এ ধরনের প্রকাশ্যে অবস্থান যারা নিয়েছে তারা এখন আবার পরিবেশবাদীতার নাম দিয়ে নতুন করে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের অস্তিত্বকে যদি আমরা রক্ষা করতে চাই ভারতীয়দের হাত থেকে তাহলে এই ভারতীয় এজেন্টদেরকে নতুন করে চিনে রাখাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ।

লেখক : সাংবাদিক ও কলামিস্ট।