অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদীর শিবপুরের ইটাখোলা কুমরাদী এলাকায় কর্ণফুলী মাস্টারব্যাচ এন্ড প্লাষ্টিক কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে কারখানাটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার -২২ ডিসেম্বর- দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা ফায়ার সার্ভিস এবং কারখানা কর্তৃপক্ষ এখনো জানাতে পারেনি।
কারখানার ইনচার্জ মো: মাহিন আলম বলেন- বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। নিজেদের চেষ্টায় আগুন নেভানোর চেষ্টা করে পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয় । শিবপুর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে এসে তাদের যান্ত্রিক ক্রটির দেখা দিলে তাদের কাজ বন্ধ হয়ে যায়। পরে নরসিংদী সদরের ফায়ার সার্ভিস এসে ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
শিবপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার সাইফুল ইসলাম জানান-খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। নরসিংদী সদর ও শিবপুরের ২টি ইউনিট ঘটনাস্থলে ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হলেও তার আগেই কারখানার সবকিছু পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।