মো. আসাদ উল্লাহ- ইবি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের -ইবি- আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বন্ধ রেখে স্বতন্ত্র ফ্লোর পেতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
আজ মঙ্গলবার -১২ নভেম্ভর- সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা অনুষদের তৃতীয় তলা থেকে এই কর্মসূচি শুরু করে। পরে, প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়।
এ সময় শিক্ষার্থীরা নানামুখী স্লোগান দিতে থাকেন। বাংলা ইংরেজি ফুল ফ্লোর- আরবী কেনো হাফ ফ্লোর -আমাদের ক্লাস রুম- ছাড়বো না ছাড়বো না – দাবি মোদের একটাই- তৃতীয় তলা আমাদের চাই -স্বৈরাচারী বরাদ্দ- মানি না মানবো না- একশন টু একশন- ডাইরেক্ট একশন -এরাবিকের একশন- ডাইরেক্ট একশন।
জানা যায়, চারু কলা বিভাগের আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কলা ভবনের একটি সমাধান দেয়। এতে তৃতীয় তলায় আরবী এবং ফোকলোর বিভাগ- চতুর্থ তলায় ইসলামের ইতিহাস এবং চারুকলা বিভাগ- পঞ্চম তলায় ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগ এবং ডিন অফিসের জন্য বরাদ্দ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাষন।
তবে তৃতীয় তলায় পূর্বে নির্ধারিত ডিন অফিসের জন্য বরাদ্দকৃত রুম ফোকলোর বিভাগ ব্যবহার করবে। কিন্তু গতকাল ডিনের আদেশক্রমে আরবী বিভাগের দুইটি রুম খালি করা হয়। এতে ক্ষোভ প্রকাশ করে বিভাগটির শিক্ষার্থীরা।
বিভাগের শিক্ষার্থীরা জানান- দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হচ্ছেন এবং তারা পূর্ণাঙ্গ ফ্লোর দাবি করেন। বাংলা ইংরেজি ফুল ফ্লোর পায়, আমরা কেন হাফ ফ্লোর নিবো। আর যদি ফ্লোর বন্টন করতে হয় তাহলে নিচ তলা থেকে শুরু করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন- শিক্ষার্থীদের দাবি শুনেছি। এ বিষয়ে শিক্ষক-ছাত্রদের সাথে আলোচনা করে সমাধান করা হবে।
পরে বিভাগের শিক্ষকগণ ভাইস-চ্যান্সেলরের সাথে একটি বৈঠকে বসেন। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ বলেন- সমাধনের স্বার্থে যে যে সিদ্ধান্ত হয়েছে তার যদি কোনো ব্যতিক্রম হয়- টা কোনো ভাবেই গ্রহণযোগ্য হবে না। আরবী বিভাগের রুম যেভাবে আছে সেভাবেই থাকবে। এটাকে পুনরায় সংস্কার করার প্রয়োজন হলে ডিন শিক্ষকদের সাথে মিটিং করবেন।