মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরে চার উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানদের অনুপস্থিতির কারণে ইউনিয়ন পরিষদকে সচল ও জনসেবা অব্যাহত রাখতে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিয়ে প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক হাসিবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়- কালিয়াকৈর- শ্রীপুর
কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিয়ে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হলো।
দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানরা হলেন-
কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদে- আছানুদ্দিন, ফুলবাড়ীয় ইউনিয়ন পরিষদে -জয়নাল আবেদীন- চাপাইর ইউনিয়ন পরিষদে -শহিদুল ইসলাম এবং মৌচাক ইউনিয়ন পরিষদে – ফিরুজা বেগম। শ্রীপুর উপজেলায় মাওনা ইউনিয়ন পরিষদে -মতিউর রহমান- তেলিহাটি ইউনিয়ন পরিষদে- মোবারক হোসেন মুরাদ- কাওরাইদ ইউনিয়ন পরিষদে- আব্দুস সামাদ এবং গাজীপুর ইউনিয়ন পরিষদে- মিনারা আক্তার।
কাপাসিয়া উপজেলায় বারিষাব ইউনিয়ন পরিষদে- কামাল হোসেন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদে- কাইয়ুম মোল্লা- কড়িহাতা ইউনিয়ন পরিষদে- লুৎফর রহমান এবং সনমানিয়া ইউনিয়ন পরিষদে- শফিকুল ইসলাম। কালীগঞ্জ উপজেলায় নাগরী ইউনিয়ন পরিষদে- মনির খান-জামালপুর ইউনিয়ন পরিষদে- সুফিয়া বেগম- মোক্তারপুর ইউনিয়ন পরিষদে- আইয়ুব বাগমার এবং বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদে -পনির মিয়া। সহকারী পরিচালক হাসিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান -চেয়ারম্যান অনুপস্থিত থাকায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা প্যানেল চেয়ারম্যানদের তালিকার ভিত্তিতে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।