পিরোজপুর প্রতিনিধি।।
পিরোজপুর সদর উপজেলা কদমতলায় শনিবার একটি বসত বাড়িতে অজ্ঞাত নামা দুর্বৃত্তদের দেয়া আগুনে ক্ষয়ক্ষতি হলেও বেঁচে গেল দুটি শিশুর প্রাণ।
গত ৯ নভেম্বর ২০২৪ শনিবার বিকেল -আনুমানিক- ৫.০০ ঘটিকার সময়- পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোঃ ইলিয়াস শিকদারের বসত ঘরে ছেলের স্ত্রী সহ দুই শিশু সন্তান বসবাস করতো- ধারণা শত্রুতার জের ধরে অজ্ঞতা নামক ৪- ৫ জন ব্যক্তি আগুন দিয়ে পালিয়ে যায়।
উক্ত ঘটনার সময় মোঃ ইলিয়াস শিকদারের পুত্রবধূ দুই সন্তানকে ঘুম পাড়িয়ে পার্শ্ববর্তী এক বাড়িতে জ্বালানি কাঠ সংগ্রহের উদ্দেশ্যে গেলে- সেই সুযোগে অজ্ঞাত ৪- ৫ জন ব্যক্তি বসত ঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ঠিক তখন পুত্রবধূ নিজ বাড়িতে ফিরে এসে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে- পাগলের মত তার ডাক চিৎকার দিলে বাড়ির পিছন থেকে ৪- ৫ জন লোক পালাচ্ছে। এ সময় ঘরে থাকা তার দুই সন্তানের চিৎকার ও কান্না শব্দে ঘরের সামনে থেকে ঢুকতে না পেরে পাশের বেড়া ভেঙে ঢুকে বাচ্চা দুটিকে উদ্ধার করেন। পরবর্তীতে গ্রামবাসী সহ ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নিলেও ততক্ষনে ঘর সহ মালামাল ও আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়।
অগ্নিকান্ডের বিষয়টি পিরোজপুর সদর থানায় অবগত করলে- থানার অফিসার ইনচার্জ নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস প্রদান করেন।
জানা যায় ইলিয়াস শিকদারের পরিবারের সাথে পাশের বাড়ির কিছু লোকের সঙ্গে বিগত দিন ধরে জমা-জমি নিয়ে মামলা মোকদ্দমা চলমান এবং বাদী পক্ষের একটি মামলার বর্তমান কোটে বিচারাধীন তাই জমিজমার বিষয়ে কোনো ফায়সালা দিতে না পারলেও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন যে যেহেতু আদালতে মামলা চলমান সেক্ষেত্রে এ ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত আদালত গ্রহণ করবেন- অতএব আপনারা সকলে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে আদালতের যে সিদ্ধান্ত সে অনুযায়ী কাজ করবেন।
এবিষয়ে স্থানীয় সাধারণ জনগণের বক্তব্য- উক্ত ঘটনার সত্যতা এবং আমরা গ্রামবাসী এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের দাবি জানান।