স্টাফ রিপোটার,ঈদগাঁও।।
ব্লাড ক্যান্সারে আক্রান্ত জালালাবাদের ছাত্রলীগ নেতা আবদুল আজিজ মৃত্যুবরণ করেছে। সে ইউনিয়নের ফরাজী পাড়ার মৃত আবু শামার পূত্র বলে জানা গেছে।
১৩ সেপ্টম্বর রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে চট্রগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালের আইসিউ তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
দীর্ঘদিন ধরে জালালাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি আজিজ ক্যান্সারের সাথে লড়াই করে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারই চিকিৎসার্থে মানবিক দৃষ্টিকোণে নানা সামাজিক সংগঠন অর্থ সংগ্রহ করেছিলেন।
টগবগে তরুন আবদুল আজিজের মৃত্যুর খবরে কক্সবাজারের ঈদগাঁও উপজেলাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
হাসপাতালে অবস্থান করা ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর তাজ জনির সাথে কথা হলে তিনি আজিজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তার মৃত্যুতে শোক প্রকাশসহ পরিবার পরিজন এর প্রতি গভীর সমবেদনা জানান,বিএমএসএফ ঈদগাঁও উপজেলা, ঈদগাঁও ঐক্য পরিবার, বৃহত্তর ঈদগাঁও পথশিশু ব্লাড এসোসিয়েশন ও জাগ্রত জালালাবাদ সংগঠন।