নুর মোহাম্মদ
কক্সবাজার প্রতিনিধি।।
সিএনজি- ডাম্পার মুখোমুখি সংঘর্ষে তাসিন নামের এক ব্যক্তি গুরুত্ব আহত হয়েছেন। কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন’র পানেরছড়া আদর্শ গ্রাম এলাকায় শনিবার ২৮ সেপ্টেম্বর দুপুরে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
আহত তাসিন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং এলাকার ওবায়দুল হক বাবুল পুত্র। তার পারিবারিক সুত্রে এসব তথ্য নিশ্চিত করেন।