
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।।
চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল এগারোটায় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভায় এসোসিয়েশনের চেয়ারম্যান ও দৈনিক আমার সংগ্রাম পত্রিকার ভোলাহাট উপজেলা প্রতিনিধি,রবিউল ইসলামের সভাপতিত্বে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের ভাইস-চেয়ারম্যান ও দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি- আক্তারুজ্জামান ঈসা- এসোসিয়েশনের মহাসচিব ও দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি- মোঃ শাহীন আকতার- এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি- রিপন আলী- এসোসিয়েশনের সদস্য- ও দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি ইমাম হাসান জুয়েল- সদস্য আবুল কাশেম- খাইরুল ইসলাম- গোলাম জাকারিয়া- বুলবুল আহমেদ সুলতান- প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী ও নিয়ে আলোচনা- ফেসবুক পেজ এবং নতুন সদস্য অন্তর্ভুক্ত করা সহ সংগঠন কাঠামোর ভিত মজবুত করতে- ও সংগঠনকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন সংগঠনের সদস্যরা।
সভা শেষে সকলের মতামত নিয়ে আগামী ২৫ সে সেপ্টেম্বর এসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী দিন ধার্য করা হয়।