আবুল কাশেম রুমন- সিলেট।।
সিলেট মহানগর পুলিশের -এসএমধিপতে- কর্মরত নীতিবান ট্রাফিক পুলিশের সার্জেন্ট সুবীর তালুকদার সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ২৬ আগষ্ট -সোমবার- সন্ধ্যায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জাউয়া বাজার এলাকায় মোটর সাইকেলের সঙ্গে বিপরীতমুখী বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সিলেট মহানগর পুলিশের -এসএমধিপ- অতিরিক্ত উপকমিশনার -মিডিয়া- মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত সুবীর তালুকদার সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে ট্রাফিক সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি সুনামগঞ্জের মৃত সুষেন তালুকদারের ছেলে। সাইফুল ইসলাম বলেন- সুবীর তালুকদারের লাশ এখন ময়নাতদন্ত চলছে। সড়ক দুর্ঘটনায় ঘাতক বাসটি আটক রয়েছে। দুর্ঘটনায় ট্রাফিক সার্জেন্ট সুবীর তালুকদারের মৃত্যুর বিষয়ে অফিশিয়াল কার্যক্রম এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রয়াধীন।
পুলিশ জানায়- ২৬ আগষ্ট -সোমবার- বিকেলে সুবীর তালুকদার তার নিজ বাড়ি সুনামগঞ্জের দিরাই থেকে ছুঁটি কাটিয়ে সিলেট মহানগর পুলিশের -এসএমপি- ট্রাফিক বিভাগে যোগদানের উদ্দেশ্যে মোটরসাইকেল চালিয়ে রওনা দেন। এ সময় তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার জাওয়া বাজার এলাকায় এলে সিলেটগামী মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন।
এ সময় স্থানীয়রা বাসটি আটক করেন ও সুবীর তালুকদারকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সন্ধ্যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত লাখ এখনও হাসপাতালে রয়েছে বলে জানান ঘনিষ্টরা।