
স্টাফ রিপোটার,ঈদগাঁও।।
প্রখ্যাত আলেম,ঈদগাঁও উপজেলার পোকখালী এমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুখতার আহমদ আর নেই। ২৩ আগস্ট বেলা আড়াইটায় প্রবীণ এ আলেম ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
সর্বজন শ্রদ্ধেয় আলেম, অসংখ্য আলেম-ওলামা সৃষ্টির কারীগর মাওলানা মুখতার আহমদ দীর্ঘ কাল ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। হুজুরের মৃত্যুর খবর নানা স্থানে ছড়িয়ে পড়লে সর্বত্রই শোকের ছায়া নেমে আসে।
বর্ষীয়ান আলেমের মৃত্যুতে গভীরভাবে শোকসহ পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানালেন-
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএম এসএফ),ঈদগাঁও উপজেলা,ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটি,ঈদগাঁও ঐক্য পরিবার ও সেচ্ছাসেবী সংগঠন বৃহত্তর ঈদগাঁও পথশিশু ব্লাড এসোসি য়েশনের নেতৃবৃন্দরা।