এস এম হামিম সরকার নিরব
চিলমারী -কুড়িগ্রাম- প্রতিনিধি।।
ভারতের ডম্বুর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারীতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।প্রথমেই শিক্ষার্থীরা চিলমারী সরকারী কলেজ মোড়ে কিছুক্ষণ অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে সকাল ১০.৩০টায় চিলমারী সরকারি ডিগ্রি কলেজ মোড় থেকে মিছিল শুরু করে থানাহাট বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে আবারও কলেজ মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভা করেন তারা।
সভায় বক্তারা ভারতকে সকল প্রকার আগ্রাসন বন্ধের জন্য কঠিন হুশিয়ারী দেন।দেশে কোন প্রকার নৈরাজ্য বা বাংলাদেশকে নিয়ে কোন ষড়যন্ত্র করলে তা শক্তহাতে প্রতিহত করতে ছাত্ররা সবসময় প্রস্তুত আছে বলে জানান তারা।এছাড়াও তিস্তার পানির ন্যায্য হিস্বাও দাবী করেন তারা। ভারত সরকার যাতে পানি নিয়ে কোন প্রকার রাজনীতি না করতে পারে সেদিকে খেয়াল রাখতে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ করেন ছাত্ররা।