Dhaka , Sunday, 31 August 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শরীয়তপুরে বিদেশে নেওয়ার নামে ভয়াবহ প্রতারণা, আদালতে মামলা শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তির চেতনা ছড়িয়ে দিতে দুর্গাপুরে পাঠচক্র অনুষ্ঠিত রূপগঞ্জে টেক্সটাইল মিলে অগ্নিকান্ড, ২০ লক্ষ টাকার ক্ষতি বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কৃষক দলের কমিটি গঠন উখিয়ায় ভুয়া আর্মি অফিসার আটক রাজাপুরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর খাল থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার রূপগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার নির্বাচনের আগেই গুম হওয়া ব্যক্তিদের সন্ধান চাই, র‌্যাব বিলুপ্তির দাবি বাঁকখালী নদী দখল ও দূষণমুক্ত  করতে সকল ব্যবস্থা নেওয়া হবে চবির নতুন প্রশাসনের উদ্যোগে ৩৬ বছরের অচলাবস্থার অবসান মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলা খেলাধুলার বিকল্প নেই: ইউ এন ও মোশারফ হোসেন উখিয়ায় সাগরে মাছ ধরতে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ মায়ের চরণে সন্তানের ভালোবাসা, রামগঞ্জে অনুষ্ঠিত হলো মাতৃপূজা রূপগঞ্জ নারায়ণগঞ্জ -১ আসনের নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত  জনগণের কাছে বিএনপির ভাবমূর্তি উজ্জ্বল করতে ধানের শীষের দাওয়াত পৌছে দিতে হবে- কাজল চন্দনাইশে মাইক্রোবাসের ধাক্কায়  প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে ভেসে থাকা সালমান নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ শরীয়তপুরে জোড়া খুন: বিএনপি নেতা হত্যার আসামি আলমাছের বস্তাবন্দি লাশ উদ্ধার সাতকানিয়ায় ডিগ্রীহীন দাঁতের চিকিৎসকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিনজনকে জরিমানা  দল নমিনেশন দিক বা না দিক রাঙ্গুনিয়াবাসীর গোলামী করে যাবো :- হুমাম কাদের চৌধুরী মানবতার কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হবে : মুহাম্মদ আবদুল জব্বার নৈতিকতা ও সামাজিক জীবনধারায় ওসি নাজমুল আলম জনগণের পাশে  সংশোধনী বিজ্ঞপ্তি রাজাপুরে নবাগত ইউএনওকে যুবদল ও ইসলামি আন্দোলনের শুভেচ্ছা সাতকানিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার সাভার আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৯ জন রূপগঞ্জে প্রশাসনের আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত পাবনায় ১শ ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ” মাসকলাই বীজ ও সার” বিতরণ জামায়াতে ইসলামী  নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : বকুল কালিয়াকৈরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

মোংলায় লুটপাট করে মার্কেট দখল।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:49:25 pm, Monday, 19 August 2024
  • 162 বার পড়া হয়েছে

মোংলায় লুটপাট করে মার্কেট দখল।।

মোঃ রুবেল খান
  
মোংলা বাগেরহাট।।
   
   
মোংলার শিল্পাঞ্চল দ্বীগরাজ বাজার সংলগ্ন  নাসির সুপার মার্কেট ও মার্কেট সংলগ্ন দুইটি বাসায় হামলা চালিয়ে নগদ টাকা- স্বর্ণলংকার- গুরুত্বপূর্ণ দলিল- মটরসাইকেল ও মালামাল লুটে নেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে মোংলা থানায়। ওই মামলায় ১০ জনের নাম উল্লেখ করে আরো ১৫- ২০ জনকে অঞ্জাত আসামী আসামী করা হয়। আর মামলার দায়ের পর ক্ষিপ্ত হয়ে মার্কেটটি দখল করে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে লুটকারীরা। এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
মামলা সুত্রে জানাযায়- গত ৬ আগষ্ট সকালে নাসির সুপার মাকের্টের অফিস কক্ষে প্রবেশ করে বসে তাদের ব্যবসায়ীক কার্যক্রম শুরু করছিলেন- নাসির এন্টার  প্রাইজের ক্যাশিয়ার মোঃ সোহেল। এসময় হঠাৎ দ্বিগরাজ এলাকার বাসিন্ধা শাহিন শেখ ২৫- ৩০ জনের একটি সশস্ত্র দল নিয়ে তাদের অফিস রুমে প্রবেশ করে।  ক্যাশিয়ার সোহেল কে মারধর ও শাষরোধ করে হত্যার চেষ্টা করে। পরে অফিস কক্ষে থাকা নগদ টাকা -চারটি একাউন্ট এর চেক বই- গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ও দলিল পত্র  এবং অফিসের সামনে রাখা একটি মটর সাইকেল নিয়েযায়। এর আগে অফিস কক্ষের বিদ্যুৎ সংযোগ কেটে  সিসি ক্যামেরা খুলে নিয়েযায় হামলাকারীরা। এর পর মার্কেট সংলগ্ন দুইটি বাসায় হামলা ও ভাংচুর চালায়। সেখান থেকে স্বর্ণলংকার ও বাসার যাবতীয় মালামাল লুটপাট করে নিয়েযায়। এসময় মারধর করা হয় মাকেটের মালিক নাসির হাওলাদার এর ছোট ভাই মশিউর ও তার স্ত্রী ও সন্তানদের। এ ঘটনার পর থানায় পুলিশি কার্যক্রম স্বাভাবিক না থাকায় মামলা করতে পারেনি ভুক্তভোগী ব্যবসায়ী। পরে ১৮-০৮-২৪ তাং শাহিন শেখ সহ ১০ জনের নাম উল্লেখ করে আর অঞ্জাত ১৫-২০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে নাসির এন্টার প্রাইজের কর্মচারী মোঃ সোহেল।
মামলার বাদী সোহেল জানান- হামলা ও লুটপাটকারীরা মাকেটের মালিক নাসির হাওলাদার কে মেরে ফেলার জন্য খুজতে থাকে। তিনি -নাসির- যেহেতু খুলনায় থাকের তাই তাকে না পেয়ে মেরে ফেলার হুমকি দিয়ে চলেযায়। তিনি দাবী করেন- হামলাকারীরা তাদের প্রায় সাড়ে পচিশ লক্ষ টাকার মালামাট লুট ও ক্ষতি করেছেন।
নাসির সুপার মার্কেটের মালিক নাসির হাওলাদার জানান- তার প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় মামলা দায়েরের পর আসামীরা ক্ষিপ্ত হয়ে ১৯ আগষ্ট সকালে মাকেটে থাকা তার সাইনবোর্ড নামিয়ে ফেলে এবং তাদের একটি সাইনবোর্ড লাগিয়েদেয়। মার্কেটের ভাড়াটিয়াদের হুমকি ধামকি দিতে শুরু করে। নাসির আরো বলেন, হামলা ও লুটপাটকারীরা তাকে মেরে ফেলতে খোজাখুজি করছে তাই তিনি প্রান বাচাতে পালিয়ে বেড়াচ্ছেন। গত ১০ জুলাই ২০১৩ নিজ নামে এক একর ৫৪ শতক  ও ১৯ নভেম্বার ২০১৩ স্ত্রী আসমার নামে ২৬ শতক জমি শাহিন শেখের নিকট থেকে খরিদ করে মাকেট টি নির্মান করেন নাসির।
মামলার এক নম্বর আসামী ও অভিযুক্ত শাহিন শেখ জানান- নাসির হাওলাদার তার নিকট মাকেটের জমি খরিদ করে ছিলেন। পরে সেই জমি তাকে ফেরত দেওয়ার কথা ছিলো। তিনি- মাকেটের মালিক নাসির হাওলাদারের নিকট টাকা পাবেন তাই মাকেটটি দখলে নিয়েছেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম জানান- লুটপাট ও হত্যার চেষ্টার ঘটনায় অভিযোগ পেয়ে তদন্ত পূর্বক মোংলা থানায় একটি মামিলা দায়ের হয়েছে। আসামীদের আটকের চেষ্টা চলছে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরে বিদেশে নেওয়ার নামে ভয়াবহ প্রতারণা, আদালতে মামলা

মোংলায় লুটপাট করে মার্কেট দখল।।

আপডেট সময় : 02:49:25 pm, Monday, 19 August 2024
মোঃ রুবেল খান
  
মোংলা বাগেরহাট।।
   
   
মোংলার শিল্পাঞ্চল দ্বীগরাজ বাজার সংলগ্ন  নাসির সুপার মার্কেট ও মার্কেট সংলগ্ন দুইটি বাসায় হামলা চালিয়ে নগদ টাকা- স্বর্ণলংকার- গুরুত্বপূর্ণ দলিল- মটরসাইকেল ও মালামাল লুটে নেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে মোংলা থানায়। ওই মামলায় ১০ জনের নাম উল্লেখ করে আরো ১৫- ২০ জনকে অঞ্জাত আসামী আসামী করা হয়। আর মামলার দায়ের পর ক্ষিপ্ত হয়ে মার্কেটটি দখল করে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে লুটকারীরা। এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
মামলা সুত্রে জানাযায়- গত ৬ আগষ্ট সকালে নাসির সুপার মাকের্টের অফিস কক্ষে প্রবেশ করে বসে তাদের ব্যবসায়ীক কার্যক্রম শুরু করছিলেন- নাসির এন্টার  প্রাইজের ক্যাশিয়ার মোঃ সোহেল। এসময় হঠাৎ দ্বিগরাজ এলাকার বাসিন্ধা শাহিন শেখ ২৫- ৩০ জনের একটি সশস্ত্র দল নিয়ে তাদের অফিস রুমে প্রবেশ করে।  ক্যাশিয়ার সোহেল কে মারধর ও শাষরোধ করে হত্যার চেষ্টা করে। পরে অফিস কক্ষে থাকা নগদ টাকা -চারটি একাউন্ট এর চেক বই- গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ও দলিল পত্র  এবং অফিসের সামনে রাখা একটি মটর সাইকেল নিয়েযায়। এর আগে অফিস কক্ষের বিদ্যুৎ সংযোগ কেটে  সিসি ক্যামেরা খুলে নিয়েযায় হামলাকারীরা। এর পর মার্কেট সংলগ্ন দুইটি বাসায় হামলা ও ভাংচুর চালায়। সেখান থেকে স্বর্ণলংকার ও বাসার যাবতীয় মালামাল লুটপাট করে নিয়েযায়। এসময় মারধর করা হয় মাকেটের মালিক নাসির হাওলাদার এর ছোট ভাই মশিউর ও তার স্ত্রী ও সন্তানদের। এ ঘটনার পর থানায় পুলিশি কার্যক্রম স্বাভাবিক না থাকায় মামলা করতে পারেনি ভুক্তভোগী ব্যবসায়ী। পরে ১৮-০৮-২৪ তাং শাহিন শেখ সহ ১০ জনের নাম উল্লেখ করে আর অঞ্জাত ১৫-২০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে নাসির এন্টার প্রাইজের কর্মচারী মোঃ সোহেল।
মামলার বাদী সোহেল জানান- হামলা ও লুটপাটকারীরা মাকেটের মালিক নাসির হাওলাদার কে মেরে ফেলার জন্য খুজতে থাকে। তিনি -নাসির- যেহেতু খুলনায় থাকের তাই তাকে না পেয়ে মেরে ফেলার হুমকি দিয়ে চলেযায়। তিনি দাবী করেন- হামলাকারীরা তাদের প্রায় সাড়ে পচিশ লক্ষ টাকার মালামাট লুট ও ক্ষতি করেছেন।
নাসির সুপার মার্কেটের মালিক নাসির হাওলাদার জানান- তার প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় মামলা দায়েরের পর আসামীরা ক্ষিপ্ত হয়ে ১৯ আগষ্ট সকালে মাকেটে থাকা তার সাইনবোর্ড নামিয়ে ফেলে এবং তাদের একটি সাইনবোর্ড লাগিয়েদেয়। মার্কেটের ভাড়াটিয়াদের হুমকি ধামকি দিতে শুরু করে। নাসির আরো বলেন, হামলা ও লুটপাটকারীরা তাকে মেরে ফেলতে খোজাখুজি করছে তাই তিনি প্রান বাচাতে পালিয়ে বেড়াচ্ছেন। গত ১০ জুলাই ২০১৩ নিজ নামে এক একর ৫৪ শতক  ও ১৯ নভেম্বার ২০১৩ স্ত্রী আসমার নামে ২৬ শতক জমি শাহিন শেখের নিকট থেকে খরিদ করে মাকেট টি নির্মান করেন নাসির।
মামলার এক নম্বর আসামী ও অভিযুক্ত শাহিন শেখ জানান- নাসির হাওলাদার তার নিকট মাকেটের জমি খরিদ করে ছিলেন। পরে সেই জমি তাকে ফেরত দেওয়ার কথা ছিলো। তিনি- মাকেটের মালিক নাসির হাওলাদারের নিকট টাকা পাবেন তাই মাকেটটি দখলে নিয়েছেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম জানান- লুটপাট ও হত্যার চেষ্টার ঘটনায় অভিযোগ পেয়ে তদন্ত পূর্বক মোংলা থানায় একটি মামিলা দায়ের হয়েছে। আসামীদের আটকের চেষ্টা চলছে।