রুপগঞ্জ-নারায়নগঞ্জ-প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্বাচিত প্রতিনিধি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে আইন-শৃঙ্খলা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জানুয়ারি ( সোমবার) বিকাল ৩ টায় গোলাকান্দাইল ইউনিয়নের গোলাকান্দাইল ৫ নং ওয়ার্ড মধ্যপাড়া ভুইয়া বাড়ির সামনে বালুর মাঠে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। ৫ নং ওয়ার্ড মেম্বার হাজী জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মাদ মুস্তাফিজুর রহমান, ইউনিয়ন আওয়ালীগের সভাপতি কালাম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোমান মিয়া রতন, গোলজার ভুইয়া, তপন কুমার ঘোষ, যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম সফিক, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল-আমিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণ। বক্তারা গোলাকান্দার ৫ নং ওয়ার্ড ও গোলাকান্দাইল ইউনিয়নে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে দলবদ্ধ হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে এলাকাবাসীর প্রতি অনুরোধ করেন । বক্তারা আরও বলেন চাঁদাবাজ সন্ত্রাস ফিটিংবাজ যে দলেরই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবেনা।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন সন্ত্রাসী যেই হোক তারা কোন ছাড় নেই। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী সব সময় আপনাদের পাশে আছে, আপনেরা শুধু আমাদের কল করে একটু সহযোগিতা করবেন।