
সদরপুর প্রতিনিধি ।।
আজ ২৮ আগষ্ট সাংবাদিক পুত্র উৎসব তালুকদার এর ২১ তম শুভ জন্মদিন।
উৎসব বাংলাদেশ প্রেস ক্লাব সদরপুর উপজেলা শাখার সভাপতি ও দৈনিক মানবজমিন ও দৈনিক দেশের কথা ও
দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার সদরপুর প্রতিনিধি সাংবাদিক শিমুল তালুকদার ও বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালের সিনিয়র ষ্টাফ নার্স পারুল চৌধুরীর একমাত্র পুত্র। উৎসব তালুকদার সরকারি রাজেন্দ্র কলেজের বি,বি,এর দ্বিতীয় বর্ষের ছাত্র। উৎসবের জন্ম দিনে শুভেচ্ছা জানিয়েছেন বাবা মা চাচা চাচী
আইমান, ইহান, প্রান্তি, বিন্তি, তনু, তপু , ফারহান সিজান, রেদোয়ান সহ অনেকে।
উৎসব তালুকদার সবার দোয়া প্রার্থী।