মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কালিয়াকৈর উপজেলা শাখার পূনঃগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে সংস্থার সভাপতি মো.শাহজাহান মিয়ার সাভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন হান্নান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সংস্থার নির্বাহী সদস্য আরিফ হোসেন খোকন, সহ-সভাপতি মো. ইউনুস আলী, নির্বাহী সদস্য ও সাবেক প্রধান শিক্ষক মো.খলিলুর রহমান, নির্বাহী সদস্য মো.রিপন হোসেন, নির্বাহী সদস্য শেখ মনিরুজ্জামান তপু প্রমুখ।