নারায়নগঞ্জের রূপগঞ্জে এক এসএসসি পরীক্ষার্থীকে ডেকে নিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে সহপাঠীরা। এসময় হত্যায় বাধা দেওয়ার ৩ জনকে কুপিয়ে গুরুত্বর আহত করা হয়েছে। আহতরা হলেন, রিপ্পি,অনিক,শিমুল। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
তারা সকলেই ভুলটা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে ভুলতা স্কুল এন্ড কলেজ গেটের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতর নাম মেহেদী হাসান সজিব (১৭)। সে চাপাইগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা, ফালপুর এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে।
পরিবার জানায়,গত ১৪ বছর যাবত বলাইয়া এলাকায় পরিবারের সাথে ভাড়া থাকতো সজিব। আজ পরীক্ষা দিতে এসে নিজ সহপাঠীদের ছুরিকাঘাতে খুন হতে হলো সজীবকে। তবে কি কারনে এমন নিশংস ভাবে হত্যা করল তা বলতে পারছে না পরিবার।
এদিকে সজিবের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক বন্ধ করে গাড়ি ভাংচুর করেছে শিক্ষার্থীরা। এতে করে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷
রুপগঞ্জ থানার ওসি তদন্ত আতাউর রহমান বলেন, গতকাল বিকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত সজিবের সাথে সহপাঠী বাঘ-বিতণ্ডর ঘটনা ঘটে। তারই ধারাবাহিকতায় আজ সকালে পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে সজিবকে কুপিয়ে হত্যা করেছে। এ সময় বাধা দেওয়া আরো তিনজন আহত হয়েছে।তিনি আরো বলেন,প্রাথমিক তদন্তে জানা যায়, শামিম,টুটুলসহ আরো কয়েকজন এই হত্যাকান্ডের সাথে জড়িত। তবে পরিবার থেকে কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। #####