মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
রূপগঞ্জে সজিব নামের এসএসসি পরীক্ষার্থীকে পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বাধা দেওয়ার সময় ৩ জনকে কুপিয়ে গুরুত্বর আহত করেছে বলে জানা গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ১৫ এপ্রিল শনিবার দুপুর বারটায় ভুলতা স্কুল এন্ড কলেজ গেটের সামনে।
নিহত মেহেদী হাসান সজিব (১৭) চাপাই জেলার শিবগঞ্জ উপজেলা, ফালপুর এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে।
গত ১৪ বসর যাবত
বলাইয়া ভাড়া, থেকে ভুলতা স্কুলে লেখা পড়া করছিলেন৷ আজ পরীক্ষা দিতে এসে প্রাণ দিতে হয়েছে সজিবকে।
সজিব হত্যাকারীর ফাঁসির দাবিতে ছাত্রছাত্রীরা মহাসড়কের কয়েকটি গাড়ি ভাংচুর করে দীর্ঘ যানজটের সৃষ্টি করে।
খবর পেয়ে থানার তদন্ত কর্মকর্তা আতাউর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয় এবং উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷