কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শ্রমিকদের দিয়ে পাহাড় নিধনকালে মাটিচাপায় তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মার্চ) সকালে উখিয়া উপজেলা সদরের মুহুরিপাড়ায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উখিয়া উপজেলার লম্বাশিয়া ক্যাম্প-১/ইস্ট এর আব্দুল মোতালেবের পুত্র জাহিদ হোসেন (২৩) ও মুহাম্মদ ওয়ারেসের পুত্র সৈয়দ আকবর (২১) এবং ১৭ নং ক্যাম্পের সুলতান আহমদের পুত্র নুরুল কবির (২৪)।
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ এমদাদুল হক পাহাড় ধসে ৩ রোহিঙ্গা শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন- ‘পাহাড় ধসের ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধারপূর্বক পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে’।
স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়া উপজেলা সদরের মুহুরিপাড়ার নেছার আহমদের বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিলো একদল রোহিঙ্গা শ্রমিক। মাটি কাটার এক পর্যায়ে পাহাড়ের বিশাল একটি অংশ ধসে পড়ে। এসময় কর্মরত তিনজন শ্রমিক মাটিতে চাপা পড়ে। প্রথমে স্থানীয় লোকজন গিয়ে একজনকে মৃত উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আরো দুই জনের মরদেহ উদ্ধার করে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলি জানান, পাহাড় ধসে নিহত তিন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে