Dhaka , Friday, 22 November 2024
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বৈষম‌বিরোধী ছাত্র-জনতার আন্দোলন: বেঁচে ফেরার আশা করেনি সানিয়াত।। বিদ্যুৎ অফিসে ডেকে নিয়ে প্রতিবেদককে হুমকি থানায় জিডি।। লালপুরে ভাঙা কালভার্টে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত।। গাংনী রিপোর্টার্স ক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত।। নীলফামারীতে  শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত।। ইকরা ট্রাভেলস-সিলেট অনলাইন প্রেসক্লাব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন।। জিয়া মঞ্চ পিরোজপুর জেলা শাখার নব গঠিত আহবায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত।। পিরোজপুর সদর উপজেলায় সরকারি প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ।। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত।। দেবহাটায় জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আসিফ ও আহতদের স্মরনে স্মরন সভা।। সীমিত সামর্থ্য ও নানা সংকট নিয়ে রোগীদের স্বাস্থ্যসেবা দিচ্ছে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।। দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত।। সিদ্ধিরগঞ্জে ঝোপের ভেতর থেকে ইজিবাইক চালকের জবাই করা লাশ উদ্ধার।। খাদ্যের সরবরাহে কোন কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবেনা- বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন।। আগামীকাল হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল শুরু।। কোম্পানীগঞ্জে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু।। শেরপুরে গ্রাম পর্যায়ে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকাদানে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত।। মেধা যাচাইয়ের লক্ষ্যে জামালপুরে নূরানী স্কলারশীপ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।। নারায়ণগঞ্জে অজ্ঞাত ব্যক্তির জবাইকৃত লাশ উদ্ধার।। লক্ষ্মীপুরে আহতদের সুচিকিৎসা দাবিতে সড়ক অবরোধ।। রূপগঞ্জে সাংবাদিক হত্যা চেষ্টায় হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন।। নিখোঁজের ১০ দিন পর খালে মিলল বেদের মরদেহ।। রামগঞ্জে বিনা লাভের সবজি বাজারে ব্যাপক সাড়া।। পাবনায় ইজিবাইক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ আহত ২।। কক্সবাজার’র রামুতে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে প্রতারণা- দুইযুবক আটক।। মোবাইলে ভিডিও চালু রেখে পাবনার এক কিশোরীর ঢাকায় আত্মহত্যা।। কাজের গুনগত মান ঠিক না থাকলে বিল দেয়া হবে না- চসিক মেয়র ডা. শাহাদাত।। বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে সিদ্ধিরগঞ্জে ওরিয়ন ফার্মায় শ্রমিক অসন্তোষ।। সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে নিহত সুমাইয়ার লাশ  চার মাস পর কবর থেকে উত্তোলন।। চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তী কমিটির দায়িত্ব গ্রহণ।।

দেবীদ্বারে মানব সেবায় এগিয়ে আমেরিকা প্রবাসী করুণা যোদ্বা ডাক্তার ফেরদৌস খন্দকার

  • Reporter Name
  • আপডেট সময় : 11:36:41 am, Wednesday, 7 July 2021
  • 205 বার পড়া হয়েছে

দেবীদ্বারে মানব সেবায় এগিয়ে আমেরিকা প্রবাসী করুণা যোদ্বা ডাক্তার ফেরদৌস খন্দকার

শাহ সাহিদ উদ্দিন
কুমিল্লা দেবীদ্বার প্রতিনিধি।।
‘শেখ রাসেল ফাউন্ডেশন’ ইউএসএ শাখার উদ্যোগে দেবীদ্বারের করোনা রোগীদের জন্য ২৪ ঘন্টা স্বাস্থ্যসেবায় “পাশে আছি কোভিড-১৯ সেবা” চালু করা হয়েছে।
দেশের করোনা সংক্রামন বৃদ্ধি ও মহামারীর প্রাদূর্ভাবে দেশ যখন এক অস্থির সময় পার করছে, তখন দেশের এ ক্রান্তিলগ্নে হাজার মাইল দূরে থেকেও দেশের মা- মাটিকে ভালোবেসে, দেশের মানুষের কথা ভেবে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার, অ্যাম্বুলেন্স, জীবন রক্ষাকারী ঔষধ, মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, খাদ্যসহ চিকিৎসাসামগ্রী এবং একদল তরুন চিকিৎসক ও দেশপ্রেমিক সেচ্ছাসেবক নিয়ে চিকিৎসা সহায়তায় মানুষের পাশে দাড়ালেন ‘শেখ রাসেল ফাউন্ডেশন’ ইউনাইটেড ষ্ট্যাট অব আমেরিকা (ইউএসএ) শাখার সভাপতি করোনা যোদ্ধা মানবতার সেবক ডাঃ ফেরদৌস খন্দকার।
চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় গত ১জুলাই থেকে ‘শেখ রাসেল ফাউন্ডেশন’ ইউএসএ শাখার সভাপতি ডাঃ ফেরদৌস খন্দকার’র উদ্যোগে “পাশে আছি কোভিড-১৯ সেবা” কার্যক্রম চালু হয়েছে।
উক্ত সেবা কার্যক্রমে সেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছেন, দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ সোহেল রানা, মেডিকেল অফিসার ডাঃ আরিফুর রহমান মূন্সী, মেডিকেল অফিসার ডাঃ শামীম কাউছার, মেডিকেল অফিসার (কনসাল্টেন্ট) ডাঃ সফিকুর রহমান, পল্লী চিকিৎসক মোঃ কবির আহাম্মেদ (নন কোভিড), পরামর্শক নিউইয়র্ক প্রবাসী রেহানা পারভিন, সেচ্ছাসেবী সংগঠক কাউছার হায়দার, রীমা আক্তার, বিল্লাল হোসেন ডালিম, মনির হোসেন, শাহীনূর লিপি।
গত ১জুলাই থেকে ১টি এ্যাম্বুলেন্স ১জন গ্রাম্য চিকিৎসকের নেতৃত্বে ২টি অক্সিজেন সিলিন্ডার ও প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ঔষধসহ সার্বক্ষনিক (২৪ ঘন্টা) ফ্রি সার্ভিস চালু রয়েছে। উপজেলার দূর্গম এলাকাসহ যেখানেই করোনায় আক্রান্ত রোগীদের আবেদন পাওয়া যাবে সেখান থেকে উপজেলা সদরে আনা নেয়ার দায়িত্বে নিয়োজিত রয়েছে ওই এ্যাম্বুলেন্সসেবা। এছাড়াও জরুরী প্রয়োজনে নন কোভিড রোগীরাও এসেবা কার্যক্রমের সহযোগীতা পাবে। 
সেচ্ছাসেবী সংগঠকরা প্রতিদিন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সাথে যোগাযোগ রক্ষা করে স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যানুসারে করোনায় আক্রান্ত রোগীদের সাথে সেল ফোনে যোগাযোগ ও খোঁজ খবর নিচ্ছেন। এ ছাড়াও একটি চিকিৎসক টিম ২৪ ঘন্টা মাঠে কাজ করছেন। ওই সেচ্ছাসেবক টিম উপজেলা সদরে দায়িত্বরত উচ্চ পর্যায়ের একটি চিকিৎসক টিমের সাথে রাগীদের কোআপারেট করে দিচ্ছেন। চিকিৎসকদল সেল ফোনের মাধ্যমে রোগীদের আরোগ্যলাভে পরামর্শ¦ ও ব্যাবস্থা পত্র দিয়ে আসছেন। সেচ্ছা সেবক টিম প্রতিদিন করোনা রোগীদের বাড়িতে যেয়ে স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় পুষ্টিকর ফলফলাদী ও ঔষধ সরবরাহ করে আসছেন।
সেচ্ছাসেবী একাধিক কর্মী আরো বলেন, আমেরিকা প্রবাসী মানবতার ফেরিওয়ালাখ্যাত, করোনা যোদ্ধা ডাঃ ফেরদৌস খন্দকার শুধু করোনা সহযোগীতাই নয়, তিনি দেবীদ্বারের বিপুল সংখ্যক নারী ও পুরুষ উদ্যোক্তা সৃষ্টি করেছেন, রান্না প্রশিক্ষণ, পাটের সামগ্রী তৈরীর প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণে প্রশিক্ষিত করা, অসহায়দের সেলাই মেসিন সহ নানা উপকরণ দিয়ে কয়েকশত নারী-পুরুষকে স্বাবলম্বী করেছেন।
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, শিক্ষাবৃত্তি প্রদান, জনদূর্ভোগখ্যাত জনগুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক সংস্কার, বিভিন্ন মসজিদ- মন্দিরে সহায়তা প্রদান, ৫শত দরিদ্র রিক্সা-ভ্যান শ্রমিকের মাঝে চাউল সহায়তা প্রদান, বেদে, শিক্ষক, ঋষি, সাংবাদিক, হিন্দুসম্পদায় ও পুরুহীত পরিবারের মাঝে ৩ থেকে ৫ হাজার টাকা ও সমপরিমান সামগ্রী দিয়ে সহায়তা প্রদান, বাড়ির আঙ্গীনাকে অক্সিজেন ফ্যাক্টরী তৈরী করতে হাজার হাজার পরিবারের মাঝে ফলদ ও কাঠের চারা বিতরণ, অসহায় দরিদ্র পরিবারের পঙ্গু, কিডনি ও ক্যান্সারে আক্রান্তদের উন্নত চিকিৎসায় আর্থিক সহযোগীতা, গৃহহীনদের ঘর নির্মাণ ও ঘরের আসবাব সামগ্রী প্রদান, হাঁস-মুরগী ও গরু-ছাগল পালনে সহায়তাদান। 
গত শীতে শত শত পরিবারের মাঝে শীত কম্বল বিতরণ, রমজান মাসে প্রতি দিন ২শত ভ্যান ও রিক্সাচালকের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, বিশ^বাসীর নিকট দেবীদ্বারকে পরিচিত করতে ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, যুব- তরুনদের মাদক মুক্ত রাখতে ‘শেখ রাসেল ফাউন্ডেশন’ ইউএসএ শাখার মাধ্যমে বিভিন্ন খেলা-ধূলা ও টুর্নামেন্টের আয়োজন করেন। 
এছাড়াও স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যসেবার উপর প্রশিক্ষণ, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের বুণিয়াদী ও ক্যামেরা চালানো প্রশিক্ষণ কার্যক্রম, অবহেলীত সাংস্কৃতিক কর্মীদের নিয়ে সাংস্কৃতিক সংগঠন এবং ৫শত মসজিদের মাধ্যমে এলাকার মৃত ব্যাক্তিদের দাফন কাজে খাটিয়া, দা’ কোদাল, খাড়ি, খন্তা সহ বিভিন্ন প্রয়োজনী সামগ্রী প্রদান কর্মসূচী নানা কর্মসূচী বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে। 
সেচ্ছাসেবক কাউছার হায়দার বলেন, করোনা মহামারীর প্রাদূর্ভাবের প্রথম ধাপেও তিনি দেশের মানুষের জন্য ঢাকা মেডিকেল কলেজ সহ দেশের বিভিন্ন হাসপাতালে, পুলিশের সদরদপ্তরসহ বিভিন্ন প্রশাসনিক ও সেবামূলক দপ্তরে, ডাক্তার- নার্সদের জন্য বিপুল পরিমান চিকিৎসা সামগ্রী, পিপিই, মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, অক্সিজেন সিলিন্ডার, সরবরাহ করেছেন। 
করোনায় আক্রান্ত রোগীরা হোম কোয়ারইন্টেনে থাকা অবস্থায় সেল ফোনে রোগীদের পরামর্শদান, সেচ্ছাসেবকদের মাধ্যমে প্রয়োজনীয় জীবন রক্ষার ঔষধ, খাদ্য, অর্থ ও পুষ্টিকর ফলফলাদী সরবরাহ করেছেন। এছাড়াও আমেরিকা প্রবাসী বাঙ্গালী কমিউনিটিতে থাকা করোনায় আক্রান্ত রোগীদের নানাভাবে পরামশর্সসহ সহায়তাদান, তার নিজস্ব একটি অনলাইন পোর্টালে দেশ বিদেশে থাকা বাঙ্গালীদের করোনাকালে করনীয় এবং স্বাস্থ্যসেবা নিয়ে প্রতিদিন আলোকপাত করেছেন, যা এখনো অব্যাহত আছে। এছাড়াও স্বাস্থ্য সেবায় ফ্রী মেডিকেল টিম সার্ভিস, চক্ষু শিবির এবং দেবীদ্বারের জন্য উন্নতমানের বিনামূল্যে ৩টি উন্নতমানের কনসেন্টেটর প্রদান করেছেন।
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

বৈষম‌বিরোধী ছাত্র-জনতার আন্দোলন: বেঁচে ফেরার আশা করেনি সানিয়াত।।

দেবীদ্বারে মানব সেবায় এগিয়ে আমেরিকা প্রবাসী করুণা যোদ্বা ডাক্তার ফেরদৌস খন্দকার

আপডেট সময় : 11:36:41 am, Wednesday, 7 July 2021
শাহ সাহিদ উদ্দিন
কুমিল্লা দেবীদ্বার প্রতিনিধি।।
‘শেখ রাসেল ফাউন্ডেশন’ ইউএসএ শাখার উদ্যোগে দেবীদ্বারের করোনা রোগীদের জন্য ২৪ ঘন্টা স্বাস্থ্যসেবায় “পাশে আছি কোভিড-১৯ সেবা” চালু করা হয়েছে।
দেশের করোনা সংক্রামন বৃদ্ধি ও মহামারীর প্রাদূর্ভাবে দেশ যখন এক অস্থির সময় পার করছে, তখন দেশের এ ক্রান্তিলগ্নে হাজার মাইল দূরে থেকেও দেশের মা- মাটিকে ভালোবেসে, দেশের মানুষের কথা ভেবে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার, অ্যাম্বুলেন্স, জীবন রক্ষাকারী ঔষধ, মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, খাদ্যসহ চিকিৎসাসামগ্রী এবং একদল তরুন চিকিৎসক ও দেশপ্রেমিক সেচ্ছাসেবক নিয়ে চিকিৎসা সহায়তায় মানুষের পাশে দাড়ালেন ‘শেখ রাসেল ফাউন্ডেশন’ ইউনাইটেড ষ্ট্যাট অব আমেরিকা (ইউএসএ) শাখার সভাপতি করোনা যোদ্ধা মানবতার সেবক ডাঃ ফেরদৌস খন্দকার।
চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় গত ১জুলাই থেকে ‘শেখ রাসেল ফাউন্ডেশন’ ইউএসএ শাখার সভাপতি ডাঃ ফেরদৌস খন্দকার’র উদ্যোগে “পাশে আছি কোভিড-১৯ সেবা” কার্যক্রম চালু হয়েছে।
উক্ত সেবা কার্যক্রমে সেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছেন, দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ সোহেল রানা, মেডিকেল অফিসার ডাঃ আরিফুর রহমান মূন্সী, মেডিকেল অফিসার ডাঃ শামীম কাউছার, মেডিকেল অফিসার (কনসাল্টেন্ট) ডাঃ সফিকুর রহমান, পল্লী চিকিৎসক মোঃ কবির আহাম্মেদ (নন কোভিড), পরামর্শক নিউইয়র্ক প্রবাসী রেহানা পারভিন, সেচ্ছাসেবী সংগঠক কাউছার হায়দার, রীমা আক্তার, বিল্লাল হোসেন ডালিম, মনির হোসেন, শাহীনূর লিপি।
গত ১জুলাই থেকে ১টি এ্যাম্বুলেন্স ১জন গ্রাম্য চিকিৎসকের নেতৃত্বে ২টি অক্সিজেন সিলিন্ডার ও প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ঔষধসহ সার্বক্ষনিক (২৪ ঘন্টা) ফ্রি সার্ভিস চালু রয়েছে। উপজেলার দূর্গম এলাকাসহ যেখানেই করোনায় আক্রান্ত রোগীদের আবেদন পাওয়া যাবে সেখান থেকে উপজেলা সদরে আনা নেয়ার দায়িত্বে নিয়োজিত রয়েছে ওই এ্যাম্বুলেন্সসেবা। এছাড়াও জরুরী প্রয়োজনে নন কোভিড রোগীরাও এসেবা কার্যক্রমের সহযোগীতা পাবে। 
সেচ্ছাসেবী সংগঠকরা প্রতিদিন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সাথে যোগাযোগ রক্ষা করে স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যানুসারে করোনায় আক্রান্ত রোগীদের সাথে সেল ফোনে যোগাযোগ ও খোঁজ খবর নিচ্ছেন। এ ছাড়াও একটি চিকিৎসক টিম ২৪ ঘন্টা মাঠে কাজ করছেন। ওই সেচ্ছাসেবক টিম উপজেলা সদরে দায়িত্বরত উচ্চ পর্যায়ের একটি চিকিৎসক টিমের সাথে রাগীদের কোআপারেট করে দিচ্ছেন। চিকিৎসকদল সেল ফোনের মাধ্যমে রোগীদের আরোগ্যলাভে পরামর্শ¦ ও ব্যাবস্থা পত্র দিয়ে আসছেন। সেচ্ছা সেবক টিম প্রতিদিন করোনা রোগীদের বাড়িতে যেয়ে স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় পুষ্টিকর ফলফলাদী ও ঔষধ সরবরাহ করে আসছেন।
সেচ্ছাসেবী একাধিক কর্মী আরো বলেন, আমেরিকা প্রবাসী মানবতার ফেরিওয়ালাখ্যাত, করোনা যোদ্ধা ডাঃ ফেরদৌস খন্দকার শুধু করোনা সহযোগীতাই নয়, তিনি দেবীদ্বারের বিপুল সংখ্যক নারী ও পুরুষ উদ্যোক্তা সৃষ্টি করেছেন, রান্না প্রশিক্ষণ, পাটের সামগ্রী তৈরীর প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণে প্রশিক্ষিত করা, অসহায়দের সেলাই মেসিন সহ নানা উপকরণ দিয়ে কয়েকশত নারী-পুরুষকে স্বাবলম্বী করেছেন।
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, শিক্ষাবৃত্তি প্রদান, জনদূর্ভোগখ্যাত জনগুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক সংস্কার, বিভিন্ন মসজিদ- মন্দিরে সহায়তা প্রদান, ৫শত দরিদ্র রিক্সা-ভ্যান শ্রমিকের মাঝে চাউল সহায়তা প্রদান, বেদে, শিক্ষক, ঋষি, সাংবাদিক, হিন্দুসম্পদায় ও পুরুহীত পরিবারের মাঝে ৩ থেকে ৫ হাজার টাকা ও সমপরিমান সামগ্রী দিয়ে সহায়তা প্রদান, বাড়ির আঙ্গীনাকে অক্সিজেন ফ্যাক্টরী তৈরী করতে হাজার হাজার পরিবারের মাঝে ফলদ ও কাঠের চারা বিতরণ, অসহায় দরিদ্র পরিবারের পঙ্গু, কিডনি ও ক্যান্সারে আক্রান্তদের উন্নত চিকিৎসায় আর্থিক সহযোগীতা, গৃহহীনদের ঘর নির্মাণ ও ঘরের আসবাব সামগ্রী প্রদান, হাঁস-মুরগী ও গরু-ছাগল পালনে সহায়তাদান। 
গত শীতে শত শত পরিবারের মাঝে শীত কম্বল বিতরণ, রমজান মাসে প্রতি দিন ২শত ভ্যান ও রিক্সাচালকের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, বিশ^বাসীর নিকট দেবীদ্বারকে পরিচিত করতে ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, যুব- তরুনদের মাদক মুক্ত রাখতে ‘শেখ রাসেল ফাউন্ডেশন’ ইউএসএ শাখার মাধ্যমে বিভিন্ন খেলা-ধূলা ও টুর্নামেন্টের আয়োজন করেন। 
এছাড়াও স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যসেবার উপর প্রশিক্ষণ, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের বুণিয়াদী ও ক্যামেরা চালানো প্রশিক্ষণ কার্যক্রম, অবহেলীত সাংস্কৃতিক কর্মীদের নিয়ে সাংস্কৃতিক সংগঠন এবং ৫শত মসজিদের মাধ্যমে এলাকার মৃত ব্যাক্তিদের দাফন কাজে খাটিয়া, দা’ কোদাল, খাড়ি, খন্তা সহ বিভিন্ন প্রয়োজনী সামগ্রী প্রদান কর্মসূচী নানা কর্মসূচী বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে। 
সেচ্ছাসেবক কাউছার হায়দার বলেন, করোনা মহামারীর প্রাদূর্ভাবের প্রথম ধাপেও তিনি দেশের মানুষের জন্য ঢাকা মেডিকেল কলেজ সহ দেশের বিভিন্ন হাসপাতালে, পুলিশের সদরদপ্তরসহ বিভিন্ন প্রশাসনিক ও সেবামূলক দপ্তরে, ডাক্তার- নার্সদের জন্য বিপুল পরিমান চিকিৎসা সামগ্রী, পিপিই, মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, অক্সিজেন সিলিন্ডার, সরবরাহ করেছেন। 
করোনায় আক্রান্ত রোগীরা হোম কোয়ারইন্টেনে থাকা অবস্থায় সেল ফোনে রোগীদের পরামর্শদান, সেচ্ছাসেবকদের মাধ্যমে প্রয়োজনীয় জীবন রক্ষার ঔষধ, খাদ্য, অর্থ ও পুষ্টিকর ফলফলাদী সরবরাহ করেছেন। এছাড়াও আমেরিকা প্রবাসী বাঙ্গালী কমিউনিটিতে থাকা করোনায় আক্রান্ত রোগীদের নানাভাবে পরামশর্সসহ সহায়তাদান, তার নিজস্ব একটি অনলাইন পোর্টালে দেশ বিদেশে থাকা বাঙ্গালীদের করোনাকালে করনীয় এবং স্বাস্থ্যসেবা নিয়ে প্রতিদিন আলোকপাত করেছেন, যা এখনো অব্যাহত আছে। এছাড়াও স্বাস্থ্য সেবায় ফ্রী মেডিকেল টিম সার্ভিস, চক্ষু শিবির এবং দেবীদ্বারের জন্য উন্নতমানের বিনামূল্যে ৩টি উন্নতমানের কনসেন্টেটর প্রদান করেছেন।