
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সাথে তার অফিস কক্ষে বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টায় লেখক পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নব-গঠিত নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মাননীয় উপাচার্য সকলকে সাথে নিয়ে উক্ত পরিষদের ‘লোগো’ উন্মোচন করেন।
সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ সময় লেখক পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি বিজিএমইএ ফ্যাশন এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম, নির্বাহী পরিচালক কবি ও সাংবাদিক জনাব রাশেদ রউফ, লেখক নাসের রহমান, লেখক আজাদ বুলবুল, রেজাউল করিম স্বপন, ড. শামসুদ্দিন শিশির, লেখক সাইফুদ্দিন আহম্মদ সাকী, ড. উজ্জল ও লেখক মাজহার উপস্থিত ছিলেন।
চবি উপাচার্য লেখক পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নব-গঠিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন, লেখকবৃন্দ তাদের লেখনীর মাধ্যমে দেশ-জাতির কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করবেন এবং একইসাথে দেশ গঠনে প্রশংসিত ভূমিকা রাখবেন