মোঃ মাসুদ রানা মনি
রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পানিয়ালা বাজারে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে আটক করছে বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী৷ এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি বিভিন্ন অস্ত্র এবং লোহা কাটা ও ঘরের দরজা ভাংগার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে । শুক্রবার -৯আগস্ট- রাত ১০ টায় তাদেরকে বাজার এলাকা থেকে আটক করা হয়৷ আটককৃতরা হলো পারভেজ -১৫- রিয়াদ -১৪- সাব্বির -১৬- নাসির -১৬-
ও সামির -১৬- তাদের বাড়ি উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের মধ্য ভাদুর ও কেথুড়ী গ্রামে। এ ছাড়াও
আটকের সময় ৩ সদস্যপালিয়ে যায়।
এলাকাবাসী জানান- সন্ধ্যার পর হইতে বাজারে বহু অপরিচিত লোকজনকে দেখা গিয়েছে।তাদের দেখে এলাকাবাসীর সন্দেহ হয়।পরে কৌশলে ৫ কিশোর গ্যাংয়ের সদস্য্যকে আটক করলে অন্যরা সটকে পরে। আটককৃতরা জানান, পানিয়ালা বাজার সহ আশে পাশে বড় ধরনের অপারেশনের পরিকল্পনা ছিল।
পরে ব্যবসায়ী ও এলাকাবাসী তাদেরকে সেনাবাহিনী হাতে সর্পদ করেন৷
এলাকাবাসীর মাঝে এখনো আতংক বিরাজ করছে। সবাই যার যার অবস্থান থেকে সতর্ক থাকার জন্য এবং যান মালের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকে সহযোগিতা করার আহবান জানান।