
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে দুইদিনব্যাপী বিজ্ঞান মেলা, কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার-১৪মে- সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার।
জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার বলেন, “বায়োলজি মানে জীবনের জ্ঞান, সোশিওলজি মানে সমাজের জ্ঞান। মেডিকেলে কিংবা অন্যান্য অন্তত ৫শ সাবজেক্টের সামনে বা পেছনে এই লজি শব্দটা আছে এর সবই বিজ্ঞান। বিজ্ঞানের বাহিরে কোন কিছু নাই। আমরা শেষের দিকের মানুষ কিন্তু তোমরা তরুণ প্রজন্ম তোমরা এগিয়ে নিয়ে যাবে। বিজ্ঞানকে এগিয়ে নিয়ে সাবে, সমাজকে এগিয়ে যাবে ও রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা। আমরা সচেতন থাকবো। আমরা মানুষকে কাজে লাগাবো মানুষের কল্যাণে।“
অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক- মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবু সালেহ্ মো. মুসা ও মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্কুলকলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।