
চঞ্চল,
সীমান্ত পথে এবার মাদক চোরাচালানের ক্ষেত্রে বড় আঘাত করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন -১৫ বিজিবি-। আজ মঙ্গলবার -২৯ জুলাই-দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। কুড়িগ্রাম জেলার সীমান্ত এলাকা থেকে ওই মাদক উদ্ধার হয়েছে। এই অভিযানে ২১ কেজি গাঁজা এবং ৮৫ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে, যার সর্বমোট বাজার মূল্য ১ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা।
মঙ্গলবার সন্ধ্যায় এই বিষয়টি জানিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় ১৫ বিজিবি।
বিজিবি জানায়, , বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের মাধ্যমে মাদক পাচারের একটি গোপন তথ্য পাওয়া যায়। প্রাপ্ত সেই তথ্যের ভিত্তিতে, অনন্তপুর বিওপির আওতাধীন পশ্চিম বালাবাড়ী এবং নাগরাজ (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে বিজিবির দুটি বিশেষ টহলদল রাতে ও দিনে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক কিছু ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা দ্রুত তাদের ধাওয়া করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে রাখা মালামাল তল্লাশি করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, ২১ কেজি ভারতীয় গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য ৭৩,৫০০ টাকা। ৮৫ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, যার আনুমানিক বাজার মূল্য ৩৪,০০০ টাকা। সব মিলিয়ে, জব্দকৃত মাদকের সর্বমোট বাজার মূল্য দাঁড়িয়েছে ১ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা। এই ঘটনায় জড়িত চোরাকারবারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি এই সফল অভিযান প্রসঙ্গে বলেন, “দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।” তিনি আরও জানান যে, মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে। তিনি স্থানীয় জনগণের প্রতি মাদকবিরোধী কার্যক্রমে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় কঠোরভাবে গোপন রাখার নিশ্চয়তা দিয়েছেন।
এদিকে বিজিবির এই ধারাবাহিক ও সাহসী পদক্ষেপ মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে সর্বমহলে বিবেচিত হচ্ছে।