
চঞ্চল,
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালানের ওপর কঠোর নজরদারি অব্যাহত রেখেছে । ফলে গত দুই দিনে চারটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক (গাঁজা ও ইস্কাফ সিরাপ) এবং আধুনিক মোবাইল ফোনের ডিসপ্লেসহ মোট ১৩ লক্ষ ৪৮ হাজার ৩০০ টাকা মূল্যের সামগ্রী জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র অনুসারে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযানগুলো পরিচালনা করা হয়।
*মোবাইল ডিসপ্লে উদ্ধার: *রবিবার (৭ ডিসেম্বর) কুড়িগ্রামের ফুলবাড়ী থানার বালাটারী এলাকায় এক অভিযানে ৫৭৬টি মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়, যার মূল্য ১২,৮৩,২০০/- টাকা। এ সময় এক সন্দেহভাজন বাইসাইকেল আরোহী বাইসাইকেল ফেলে ভারতে পালিয়ে যায়।
মাদক জব্দ:
* সোমবার (৮ ডিসেম্বর) ভোরে আদিতমারী থানার খামারপাতি এলাকা থেকে ৯৪ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার হয়।
* রবিবার রাতে ফুলবাড়ী থানার হাজিটারি এলাকা থেকে ০৫ কেজি ভারতীয় গাঁজা (সিজার মূল্য ১৭,৫০০/- টাকা) উদ্ধার করা হয়।
* একই রাতে হাতিবান্ধা থানার উত্তর ঝাউরানী এলাকায় ঝাউরানী বিওপি আরও ২৫ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করে।
* মোট ১১৯ বোতল ইস্কাফ সিরাপের সিজার মূল্য ৪৭,৬০০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানিয়েছেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা প্রস্তুত। চোরাচালান ও মাদক পাচার রোধে স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও বাড়ানো হয়েছে।

























