
চঞ্চল,
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করেছে। এরই অংশ হিসেবে, মঙ্গলবার ও বুধবার ভিন্ন ভিন্ন বিওপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের ভারতীয় মাদক ও পরিবহনের কাজে ব্যবহৃত বাই সাইকেল জব্দ করেছে।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই তিনটি অভিযানে মাদকদ্রব্য পাচারের চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি।
তিন বিওপি’র অভিযানের বিবরণ:
অনন্তপুর বিওপি: মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম রামখানা এলাকায় টহলদল অভিযান চালিয়ে ০৩ বোতল ভারতীয় মদ জব্দ করে।
বালারহাট বিওপি: মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফুলবাড়ী উপজেলার বালাটারী এলাকায় ৪০৪ পিস ট্যাপেন্টাডল ট্যবলেটসহ এক চোরাকারবারী বাইসাইকেল ফেলে ভারতে পালিয়ে যায়। সেই সময় মাদকের পাশাপশি বাইসাইকেলটিও জব্দ করা হয়।
ঝাউরানী বিওপি: বুধবার (১০ ডিসেম্বর) গভীর রাতে লামনিরহাটের আদিতমারী উপজেলার উত্তরঝাউরানী এলাকায় টহলদল ২০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং ১১ বোতল ফেনসিডিল জব্দ করে। চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার, লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, জব্দকৃত ফেনসিডিলের সিজার মূল্য ৪,৪০০/- টাকা, ইস্কাফের ৮,০০০/- টাকা, ট্যাপেন্টাডল ট্যাবলেটের ৪০,৪০০/- টাকা এবং মদের ৪,৫০০/- টাকা ও পরিবহনের কাজে ব্যবহৃত বাই সাইকেলের ৮,০০০/- টাকা, যা সবমিলিয়ে মোট দাঁড়িয়েছে ৬৫,৩০০/- টাকা।

























