
চঞ্চল,
র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন, র্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটের হাতীবান্ধা থানা এলাকা থেকে ২০.৬ কেজি গাঁজাসহ সুজন মিয়া -২২- ও মোঃ মতিউল -৩১- নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার -৩ জুলাই- বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানান র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক -মিডিয়া- বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেপ্তার হওয়া সুজন মিয়া হাতীবান্ধার পূর্ব কদমা এলাকার মোঃ মোজাম্মেল হকের ছেলে আর মতিউল একই এলাকার মোঃ আইয়ুব আলীর ছেলে।
র্যাব জানায়, বুধবার রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে হাতীবান্ধার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কদমা এলাকায় অভিযান চালায় র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে হবিবর রহমান নামে এক ব্যক্তির বাড়ি থেকে পশ্চিমের একটি গ্রামের কাঁচারাস্তার উপর থেকে সুজন ও মতিউলের সাথে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২০.৬ কেজি গাঁজা পাওয়া যায়। সেই সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।