
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার একটি ধর্ষণ মামলার ১ নম্বর আসামি বিষ্ণু চন্দ্র রায়কে -২৬- কুড়িগ্রাম সদর থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন -র্যাব-১৩-।
১৮ মার্চ “মঙ্গলবার” একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন র্যাব-১৩’র সিনিয়র সহ- পরিচালক “মিডিয়া” ও ফ্লাইট লে. মো. সাইফুল্লাহ নাঈম।
গ্রেপ্তারকৃত বিষ্ণু লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ মুশরত মদাতী গ্রামের মানিক চন্দ্রের ছেলে বলে জানা গেছে।
র্যাব জানায়, গত বছরের ৭ জানুয়ারি আসামীর বড় ভাইয়ের সঙ্গে ভুক্তভোগী ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর থেকে আসামি বিষ্ণু তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ার কারণে ভুক্তভোগী বাবার বাড়িতে যান। পরে, একই বছরের ৫ জুলাই সকালে আসামি বিষ্ণু ও তার কয়েকজন সহযোগী ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখায় ও মোটরসাইকেলে করে কুড়িগ্রাম সদরের ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এরপর ভুক্তভোগী বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা করেন।
এই বিষয়টি র্যাব-১৩ “রংপুর,সিপিএসসি” এর নজরে আসে। তাদের একটি দল গত সোমবার বিকেল আনুমানিক ৩ টার সময় কুড়িগ্রাম সদর উপজেলার সদর হাসপাতাল সংলগ্ন পাড়ায় অবস্থিত প্রতিবন্ধী স্কুলের পূর্ব পাশে অভিযান চালিয়ে বিষ্ণুকে গ্রেপ্তার করে।
ফ্লাইট লে. মো. সাইফুল্লাহ নাঈম জানান, পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।