মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মাওলানা সোয়াইব -৪৮- প্রকাশ মহেশখালী হুজুর নামক এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
সোমবার -১৮ নভেম্বর- রাত দশটার দিকে হাটহাজারী পৌরসভার এগারো মা’ইলস্থ বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে চট্টগ্রাম হাটহাজারী আঞ্চলিক মহাসড়কের উপর এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়- দুর্ঘটনায় নিহত শিক্ষক মাওলানা সোয়াইব এগারমাইলস্থ শাহ ওয়ালীউল্লাহ হাটহাজারী মাদ্রাসার শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। নিহতের বাড়ী মহেশখালী থানার মাতারবাড়ী এলাকায় বলে জানা গেছে। ঘটনারদিন রাতে তিনি নগরী থেকে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে চলাচল করা খাজা গরীবে নেওয়াজ -চট্টমেট্টো জ- ১১-১০৯৬- নামক বাস যোগে হাটহাজারী পৌরসভার এগারো মাইল আসছিলেন। গন্তব্যে পৌঁছার পর তিনি বাস থেকে নামার সময় অসাবধানতা বশত সেই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রান হারান। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনার কারনে সৃষ্ট যানজট নিরসনে কাজ করছে।
জানতে চাইলে রাউজান হাইওয়ে পুলিশ ফাড়ি ইনচার্জ আসাদ এ প্রতিবেদক কে জানান- ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ সদস্যরা গেছে- এখনো নিহতের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি। বিস্তারিত ঘন্টাখানেকের মধ্যে জানানো সম্ভব হবে।
হাটহাজারী মডেল থানার ওসি হাবিবুর রহমান দূর্ঘটনার এক ব্যক্তি নিহত হবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।