
তৌহিদ বেলাল, কক্সবাজার
সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনার পরেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। বিষয়টি তিনি নিজেই তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্টে জানান।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় সৌদি আরবের ইয়ানবু থেকে মদিনা শহরে ফেরার পথে লুৎফুর রহমান কাজলকে বহনকারী গাড়িটি ১৪০ কিলোমিটার বেগে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। গাড়িতে ছিলেন কাজলের আত্মীয় আলমগীরের স্ত্রী ও দুই শিশু সন্তানসহ পরিবারের অন্য সদস্যরা। গাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হলেও সকলেই অক্ষত রয়েছেন।
দুর্ঘটনার পরে সৌদি আরবের হাইওয়ে পুলিশ ও মেডিকেল টিম তাৎক্ষণিক চিকিৎসা ও সহায়তা প্রদান করে। পরে সৌদি প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় তাঁরা নিরাপদে মদিনায় পৌঁছান।