আমিরুল হক,
নীলফামারী জেলা প্রতিনিধি ।।
নীলফামারীর সৈয়দপুরে জটিল রোগের চিকিৎসা সহায়তা পেয়েছেন ১৯ জন রোগী।
এদের মাঝে সাড়ে ৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ওই চেক হস্থান্তর করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা প্রাপ্ত রোগী ও তাদের অভিভাবকদের হাতে চেক তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজ সেবা অফিসার নূর মোহাম্মদ। এসময় সৈয়দপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সহায়তা প্রাপ্ত রোগীর অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজ সেবা অফিসার নূর মোহাম্মদ জানান, সমাজসেবা অধিদফতরের অধীনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যলাসেমিয়া ও জন্মগত হৃদরোগীর প্রত্যেককে ৫০ হাজার করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।