
হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
শরীরের ব্যথা-যন্ত্রণা নিয়ে সারাক্ষণ শুধু বিছানায় কাঁদছে রুবেল মিয়া। মাঝে মধ্যে তার বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা- আমি কি আর স্কুলে যেত পারব না? বন্ধুদের সাথে খেলাধুলা করতে পারবো না? আমি কি মরে যাব? ডাক্তার যে বলছে, চিকিৎসা চালিয়ে যেতে না পারলে বাঁচানো যাবে না! আমি তোমাদের কোলেই থাকতে চাই। আর দুষ্টুমি করব না, তোমরা আমাকে বাঁচাও! রুবেলের এই আঁকুতি আর সইতে পারছে না তার বাবা। তাই সমাজের বিত্তবানদের সহায়তা চেয়েছেন।
রুবেল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা দিনমজুর রফিকুল ইসলামের বড় ছেলে। তিন সন্তানের মধ্যে রুবেল বড়। তার বর্তমান বয়স ১৪ বছর।
প্রায় দুই বছর ধরে ঘুরছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। টিউমার থেকে বর্তমানে ক্যান্সারে রুপ নিয়েছে রুবেলের শরীরে। বড় সন্তান অসুস্থ হয়ে পড়ায় চোখে মুখে এখন শুধু অন্ধকার দিনমজুর রফিকুলের। পাড়া প্রতিবেশীদের সহায়তায় দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে আসছে রুবেলের। দীর্ঘদিনের প্রচেষ্টায় নিজের যা ছিল তা শেষ করেও বহু টাকা ঋণ করে ফেলেছেন দিনমজুর রফিকুল। এখন অর্থাভাবে চিকিৎসা থেমে গেছে। নিরুপায় হয়ে সমাজের বিত্তবানদের কাছে সহায়তা কামনা করেছেন।
বর্তমানে রুবেল সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী ক্যান্সার মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রুবেলের খোজ নিতে যোগাযোগ করতে পারেন- ০১৯১৪-৫০৩১৬০ ও ০১৭৮৩-৬৬৭৮০২ নম্বরে। সেই সাথে সহায়তা পাঠাতে পারেন, চলতি হিসাব নম্বর-০১০০২৬৭৫২৪২৮৩, জনতা ব্যাংক লিমিটেড, বামনডাঙ্গা শাখা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। বিকাশ /নগদ নম্বর- ০১৯১৪-৫০৩১৬০ ।