
চঞ্চল,
সীমান্ত সুরক্ষার মতো গুরুদায়িত্ব পালনের পাশাপাশি লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) মানবিক ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
তারই অংশ হিসেবে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১:০০ টায় আদিতমারী উপজেলার দুর্গাপুর হাই স্কুল মাঠে এক জনসচেতনতামূলক মতবিনিময় সভা এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি ) এর অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি। তাঁর উপস্থিতিতে সীমান্ত এলাকার জনসাধারণ, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি তাঁর বক্তব্যে সীমান্ত সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং স্থানীয় জনসাধারণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর জোর দেন।
সভায় মূলত সীমান্তে মাদক, নারী ও শিশু পাচার, এবং চোরাচালান প্রতিরোধে করণীয় বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।
মত বিনিময়ের পাশাপাশি তিনি দীঘলটারি বিওপি’র আওতাধীন সীমান্ত এলাকায় স্থানীয়দের সাথে সরাসরি কথা বলেন এবং সীমান্ত পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিং দেন।
জনসচেতনতামূলক সভার পাশাপাশি শীতের প্রকোপ থেকে অসহায় মানুষদের রক্ষা করতে ব্যাটালিয়ন অধিনায়ক প্রায় দুইশত গরীব, দুস্থ ও অসহায় শীতার্তদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন, যা তাদের মুখে হাসি ফুটিয়েছে।
১৫ বিজিবি’র এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়রা জানান, বিজিবি শুধুমাত্র সীমান্ত রক্ষাই নয়, বরং তাদের পাশে দাঁড়িয়ে সামাজিক ও মানবিক কাজ করেও জনমনে আস্থা সৃষ্টি করছে।
এই অনুষ্ঠানে আদিতমারী পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

























