
চঞ্চল,
সীমান্তে চোরাচালান ও মাদক রোধে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় জিরা, চিনি এবং গাঁজা উদ্ধার করেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে লালমনিরহাট ও কুড়িগ্রামের সীমান্তে সংঘটিত এই অভিযানের বিস্তারিত জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালমনিরহাট ও কুড়িগ্রামের পৃথক দুটি স্থানে এই তৎপরতা চালায় বিজিবি।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল সীমান্তে বিজিবির চ্যালেঞ্জের মুখে চোরাকারবারীরা ৪.২ কেজি গাঁজা ফেলে পালিয়ে যায়। অন্যদিকে, লালমনিরহাট সদর উপজেলার দিঘলটারী বিওপির নামাটারি সীমান্তে অভিযান চালিয়ে ১৩৮ কেজি ভারতীয় জিরা ও ৫৫ কেজি চিনিসহ দুটি বাইসাইকেল জব্দ করা হয়।
উদ্ধারকৃত এই অবৈধ চালানের মোট বাজারমূল্য ১ লাখ ৬৯ হাজার ৩০০ টাকা।
এ প্রসঙ্গে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। সীমান্ত দিয়ে অবৈধ কোনো পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

























