Dhaka , Friday, 1 August 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হ্নীলা উচ্চ বিদ্যালয়ে “জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডের সড়কে গাড়ির ধাক্কায় ছাত্রদলের ২ নেতা নিহত লালমনিরহাটে পুলিশের অভিযান: চোরাই অটোরিকশা ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ শহীদ ওয়াসিম আকরাম নিজের রক্ত দিয়ে গণঅভ্যুত্থানের ইতিহাস লিখে গেছেন সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: মাদক ও আসামী আটক, বিপুল পরিমাণ কোয়ার্ড ক্রিম জব্দ মির্জাপুরে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান রামগঞ্জে ছিনতাইকারীর কবলে পরে সর্বস্ব খোয়ালেন ব্যবসায়ী সিনহা হত্যা মামলার আসামি ওসি প্রদীপ ও বোন রত্মা বালার ভূমি দূস্যুতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন সরাইলে দূর্বৃত্তের হামলায় ব্যবসায়িক নিহত জুলাই গণ-অভ্যুত্থানে সাংবাদিক নামক আওয়ামী এক্টিভিস্ট হামলায় উস্কানি দাতা ৪০ জনকে চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে বহিস্কার মন্ত্রণালয়ের প্রচার কার্যক্রম জোরদার করার আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার ব্যারিস্টার কায়সার কামালের মানবিক উদ্যোগে চোখে আলো ফিরছে তাদের লালমনিরহাটের আদিতমারীতে মর্মান্তিক দুর্ঘটনা: টিনের চালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের প্রাণহানি লালমনিরহাটে হাতীবান্ধা থানায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে ব্যাপক গণসচেতনতামূলক কার্যক্রম লালমনিরহাটে তিস্তার পানি কমতে শুরু করলেও পানিবন্দি হাজারো পরিবার, দুর্ভোগ চরমে লালমনিরহাটে সনাকের দুর্নীতিবিরোধী অভিজ্ঞতা বিনিময় সভা সম্পন্ন: স্থানীয় পর্যায়ে আন্দোলন জোরদারের অঙ্গীকার রামগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শীর্ষ সন্ত্রাসী ‘শফি ডাকাত’ গ্রেনেড-অস্ত্রসহ গ্রেফতার, রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান রাতের আঁধারে খাসিয়া সম্প্রদায়ের ২ হাজার পান গাছ কর্তন! সতর্কতা: দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস, বেগ হতে পারে ৬০ কিমি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিয়ে কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা,পাশেই উপজেলা পরিষদের হলরুম জলাবদ্ধতা নিরসনে প্রয়োজন সেবা সংস্থাগুলোর সমন্বয়: – মেয়র ডা. শাহাদাত হোসেন শফিউল বারী বাবু ছিলেন বিএনপির রাজনীতির এক নির্ভিক সৈনিক :-নাজিমুর রহমান জৈন্তাপুরে ১০,০০০ বৃক্ষ রোপনের মাধ্যমে বৃক্ষরোপন অভিযান এর উদ্বোধন করলেন জেলা প্রশাসক, সিলেট ফরিদপুরের চরভদ্রাসনে গভীর রাতে তিন সন্তানের জননী গৃহবধূ ধর্ষণ- ধর্ষক গ্রেফতার । মেয়াদোত্তীর্ণ ফায়ার এক্সটিংগুইশার আম্বিয়া সেরীন আবাসিক এপার্টমেন্ট ভবনে ১৫ বিজিবির বড় আঘাত: কুড়িগ্রাম সীমান্তে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ শরীয়তপুরে মানসিক ভারসাম্যহীন স্বামীর শাবলের নির্মম আঘাতে স্ত্রী নিহত শিক্ষক, বাবা ও মাকে ফুল কিনে দিয়ে কৃতজ্ঞতা জানানোর জন্য ছাত্রছাত্রীদের অনুরোধ করেছেন – শিক্ষা উপদেষ্টা। বাঘ শুধু প্রাণী নয়, আমাদের অহংকার—চোরা শিকারিদের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগের আহ্বান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের

সিনহা হত্যা মামলার আসামি ওসি প্রদীপ ও বোন রত্মা বালার ভূমি দূস্যুতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট সময় : 03:40:39 pm, Thursday, 31 July 2025
  • 89 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন চট্টগ্রাম,

মেজর সিনহা হত্যার আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ ও তার বোন চট্টগ্রাম ওয়াসার সাবেক কর্মচারী রত্মাবালার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকার আমলে স্থানীয় আওয়ামী নেতাদের সহযোগিতা ভূমি দস্যুতার অভিযোগ এনে ৩১ জুলাই বৃহস্পতিবার বেলা বারোটায়, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের হল রুমে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মহিউদ্দিন চৌধুরী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ভুক্তভোগী মহিউদ্দিন চৌধুরী বলেন।
কোনো অভিযোগে আমাকে দোষী সাব্যস্থ করতে পারেনি রত্মাবালা গং। প্রকৃত ঘটনা আড়াল করতে বারবার সংখ্যালঘু নির্যাতন ইস্যু সামনে এনে, মিথ্যা প্রচারণা চালিয়ে মুল বিষয়কে আড়াল করতে একাধিক মামলা দিয়ে হয়রানি করে কালক্ষেপণ করছে।
উল্লেখ্য যে, উক্ত সম্পত্তি যুগল রানী প্রজাপতি তার স্বামী প্রেমলাল প্রজাপতি মারা যাওয়ার পর তার সন্তানদের লালন-পালনের জন্য ছাফ কবলা দলিল মূলে বিক্রি করিয়া দেন। উল্লেখ্য যে, রত্মাবালা প্রজাপতির প্রকৃত পরিচয় উদঘাটন, পর্যালোচনায় দেখা যায়, তিনি ওয়াসার একজন কর্মচারী ছিলেন। সেখানে তিনি রত্মা প্রভা প্রজাপতি নামে পেনশন উত্তোলন করেন। তার জাতীয়তা পরিচয় পত্রে দেখা যায় রত্মা চৌধুরী উক্ত পরিচয় ঠিকানা তুলা পুকুর লেইন, লালখান বাজার। প্রকৃত রত্মার প্রকৃত পরিচয় এখনো অজানা রয়েছে। উল্লেখ্য যে, রত্মাবালা প্রজাপতি তার আশ্রয় প্রশ্রয়ে সন্ত্রাসীরা আমার মালিকীয় স্থাপনা স্বঘোষিত দখল, স্বার্থ, স্বত্ব ছেড়ে দিবে মর্মে আপোষে একটি চুক্তিপত্র করার প্রস্তাব দিলে উক্ত প্রস্তাবে আমি রাজী হই।

বিগত ২০/০৭/২০২৫ ইং তারিখে নগদ ৫,০০,০০০ টাকার বিনিময় মূল্যে চুক্তিপত্র সম্পাদন করি। উক্ত চুক্তিমতে ২৪/০৭/২০২৫ ইং সকালে তারা দখল ছেড়ে দেওয়ার পর সিডিএ এর অনুমোদন অনুযায়ী বহুতল ভবন নির্মাণের উদ্দেশ্যে পরিত্যক্ত স্থাপনা ভাঙ্গার কাজ শুরু করিলে তত মুহূর্তে সুমন চৌধুরী, মোঃ নবী, বেবী চৌধুরী এসে কাজে বাধা দেয় এবং পুনরায় আরো টাকা দাবী করে এবং পুনরায় তারা দখল নেওয়ার চেষ্টা করে। তৎক্ষণিক তার বোন ও ভগ্নিপতি সহ আরো অনেকে এসে সংখ্যালঘুর উপর আক্রমনের নাটক শুরু করে। পরবর্তীতে ৯৯৯ এ ফোন করে পুলিশ আসিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ঘরের চাবি আমার নিকট হইতে পুলিশের হাতে হস্তান্তরের জন্য বলেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হইয়া উক্ত চাবি পুলিশের কাছে হস্তান্তর করি। স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে উভয় পক্ষকে শান্ত রাখিয়া দলিলাদি লইয়া থানায় সন্ধ্যা ৭ টায় আসিতে বলেন। স্থাপনা ভাঙ্গার সকল কার্যক্রম বন্ধ করিতে বলেন। কিন্তু থানায় বৈঠকের পূর্বেই সুমন চৌধুরী ও বেবী চৌধুরীর যোগসাজসে পুলিশ হইতে চাবি তারা অস্থায়ীভাবে বুঝিয়ে নেয়। পরবর্তীতে তাদের অন্য একটি দখলীয় জায়গা ১নং রেল গেইট বসবাসরত স্থাপনা হইতে আসবাবপত্র আনিয়া আমার ঘরের সামনে রাখে এবং সাংবাদিকদের বলে এগুলো আমরা ভাংচুর করছি। ফলতঃ মিথ্যা অভিযোগে থানায় মামলা দায়ের করে। ইতিপূর্বে প্রতিপক্ষগণ অসংখ্য মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানী করিয়া আসিতেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

হ্নীলা উচ্চ বিদ্যালয়ে “জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সিনহা হত্যা মামলার আসামি ওসি প্রদীপ ও বোন রত্মা বালার ভূমি দূস্যুতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট সময় : 03:40:39 pm, Thursday, 31 July 2025

ইসমাইল ইমন চট্টগ্রাম,

মেজর সিনহা হত্যার আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ ও তার বোন চট্টগ্রাম ওয়াসার সাবেক কর্মচারী রত্মাবালার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকার আমলে স্থানীয় আওয়ামী নেতাদের সহযোগিতা ভূমি দস্যুতার অভিযোগ এনে ৩১ জুলাই বৃহস্পতিবার বেলা বারোটায়, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের হল রুমে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মহিউদ্দিন চৌধুরী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ভুক্তভোগী মহিউদ্দিন চৌধুরী বলেন।
কোনো অভিযোগে আমাকে দোষী সাব্যস্থ করতে পারেনি রত্মাবালা গং। প্রকৃত ঘটনা আড়াল করতে বারবার সংখ্যালঘু নির্যাতন ইস্যু সামনে এনে, মিথ্যা প্রচারণা চালিয়ে মুল বিষয়কে আড়াল করতে একাধিক মামলা দিয়ে হয়রানি করে কালক্ষেপণ করছে।
উল্লেখ্য যে, উক্ত সম্পত্তি যুগল রানী প্রজাপতি তার স্বামী প্রেমলাল প্রজাপতি মারা যাওয়ার পর তার সন্তানদের লালন-পালনের জন্য ছাফ কবলা দলিল মূলে বিক্রি করিয়া দেন। উল্লেখ্য যে, রত্মাবালা প্রজাপতির প্রকৃত পরিচয় উদঘাটন, পর্যালোচনায় দেখা যায়, তিনি ওয়াসার একজন কর্মচারী ছিলেন। সেখানে তিনি রত্মা প্রভা প্রজাপতি নামে পেনশন উত্তোলন করেন। তার জাতীয়তা পরিচয় পত্রে দেখা যায় রত্মা চৌধুরী উক্ত পরিচয় ঠিকানা তুলা পুকুর লেইন, লালখান বাজার। প্রকৃত রত্মার প্রকৃত পরিচয় এখনো অজানা রয়েছে। উল্লেখ্য যে, রত্মাবালা প্রজাপতি তার আশ্রয় প্রশ্রয়ে সন্ত্রাসীরা আমার মালিকীয় স্থাপনা স্বঘোষিত দখল, স্বার্থ, স্বত্ব ছেড়ে দিবে মর্মে আপোষে একটি চুক্তিপত্র করার প্রস্তাব দিলে উক্ত প্রস্তাবে আমি রাজী হই।

বিগত ২০/০৭/২০২৫ ইং তারিখে নগদ ৫,০০,০০০ টাকার বিনিময় মূল্যে চুক্তিপত্র সম্পাদন করি। উক্ত চুক্তিমতে ২৪/০৭/২০২৫ ইং সকালে তারা দখল ছেড়ে দেওয়ার পর সিডিএ এর অনুমোদন অনুযায়ী বহুতল ভবন নির্মাণের উদ্দেশ্যে পরিত্যক্ত স্থাপনা ভাঙ্গার কাজ শুরু করিলে তত মুহূর্তে সুমন চৌধুরী, মোঃ নবী, বেবী চৌধুরী এসে কাজে বাধা দেয় এবং পুনরায় আরো টাকা দাবী করে এবং পুনরায় তারা দখল নেওয়ার চেষ্টা করে। তৎক্ষণিক তার বোন ও ভগ্নিপতি সহ আরো অনেকে এসে সংখ্যালঘুর উপর আক্রমনের নাটক শুরু করে। পরবর্তীতে ৯৯৯ এ ফোন করে পুলিশ আসিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ঘরের চাবি আমার নিকট হইতে পুলিশের হাতে হস্তান্তরের জন্য বলেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হইয়া উক্ত চাবি পুলিশের কাছে হস্তান্তর করি। স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে উভয় পক্ষকে শান্ত রাখিয়া দলিলাদি লইয়া থানায় সন্ধ্যা ৭ টায় আসিতে বলেন। স্থাপনা ভাঙ্গার সকল কার্যক্রম বন্ধ করিতে বলেন। কিন্তু থানায় বৈঠকের পূর্বেই সুমন চৌধুরী ও বেবী চৌধুরীর যোগসাজসে পুলিশ হইতে চাবি তারা অস্থায়ীভাবে বুঝিয়ে নেয়। পরবর্তীতে তাদের অন্য একটি দখলীয় জায়গা ১নং রেল গেইট বসবাসরত স্থাপনা হইতে আসবাবপত্র আনিয়া আমার ঘরের সামনে রাখে এবং সাংবাদিকদের বলে এগুলো আমরা ভাংচুর করছি। ফলতঃ মিথ্যা অভিযোগে থানায় মামলা দায়ের করে। ইতিপূর্বে প্রতিপক্ষগণ অসংখ্য মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানী করিয়া আসিতেছে।