
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে তৃণমূল পর্যায়ে যারা দলের জন্য কাজ করেছে, তারাই আজ মূল্যায়িত হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অবস্থান করলেও দেশের প্রতিটি নেতাকর্মীর ভূমিকা সম্পর্কে অবগত রয়েছেন। টাকা দিয়ে বিএনপির মনোনয়ন পাওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও তিনি উল্লেখ করেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
























