
রোববার -১ মে- দুপুরে কলেজ মাঠে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের খেলোয়াড়, ছাত্র ও যুব সমাজের ব্যানারে কিছু মানুষ ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কৃষিবিদ অলোক অধিকারী বলেন, “স্বাধীনতার পর এই প্রথম সিটি কলেজ এলাকায় পৌরসভা ২০২৩-২০২৪ অর্থ বছরে রাস্তার কাজ শুরু করে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে ২৬লক্ষ টাকা ব্যয়ে এলজিসিআরআরপি এর আওতায় ৩ মি.×১৯০ মি. রাস্তা নির্মাণের কথা । তবে রেকর্ডে সরকারি রাস্তা ও সরকারি জায়গা থাকা সত্ত্বেও প্রায় ৬ মাস থেকে জনগুরুত্বপূর্ণ রাস্তাটির নির্মাণ কাজ বন্ধ রেখেছে। কর্তৃপক্ষকে বারবার নানাভাবে তাগিদ দেওয়ার পরেও রহস্যজনক কারণে কোন রকম প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করায় আমরা এলাকাবাসী ক্ষুব্ধ ও হতাশ। সরকারি বরাদ্দকৃত অর্থ এই জুনের মধ্যে কাজটি বাস্তবায়িত না হলে আদৌ আগামীতে আর সম্ভব হবে কিনা তার যথেষ্ট সন্দেহ রয়েছে। কর্তৃপক্ষ এহেন সদিচ্ছার অভাব আমাদেরকে হতবাক করছে। আসন্ন বর্ষা মৌসুমে এলাকার জনগণ যেন দুর্ভোগে না পড়েন উক্ত প্রতিবন্ধকতা দূর করে জনস্বার্থে এই জনগুরুত্বপূর্ণ রাস্তার বরাদ্দকৃত অর্থ যেন ফেরত না যায় সেই দাবি জানাচ্ছি।
মানববন্ধনে এলাকাবাসী জানান, দিন দিন মাঠটি দখল হয়ে যাচ্ছে। ফলে মাঠে খেলাধুলার পরিবেশ নষ্ট হয়েছে।
মাঠটি দখলমুক্ত করে খেলার পরিবেশ ফিরিয়ে আনার ও গণ প্রস্তাবিত নকশা অনুযায়ী রাস্তা নির্মাণের দাবি জানান তারা ।
এ বিষয়ে লালমনিরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আইয়ুব আলী এর মন্তব্য পাওয়া যায়নি।