
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল -সিএজি- কার্যালয়ের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চারদিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
১২ থেকে ১৫ মে ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়, লালমনিরহাটের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত এই দপ্তরের পাশে সেবাগ্রহীতাদের সুবিধার্থে একটি বুথ স্থাপন করা হয়েছে।
বুথটিতে কর্তব্যরত অডিটর মাসউদী হাসান মামুন বলেন, “গত ১১ মে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। তাই আমরা এখানে ৪ দিনব্যাপী বিভিন্ন সেবা প্রদান করবো। যেমন- পেনশনারদের লাইফ ভেরিফিকেশন, লাইফ ভেরিফিকেশন অ্যাপ সম্পর্কে জানানো, ওয়ান স্টপ সার্ভিসসহ বিভিন্ন সার্ভিস সম্পর্কে জানানো, পারিবারিক পেনশন প্রক্রিয়াকরণ, প্রতিবন্ধী সন্তানের পেনশন কীভাবে পাবেন সেই বিষয়ে পরামর্শ দেয়া, পেনশনারদের তথ্য সংশোধন কিংবা পরিবর্তন, সরকারি কর্মচারীদের জিপিএফ অগ্রিম গ্রহণসহ এ সংক্রান্ত অন্যান্য পরামর্শ প্রদান ইত্যাদি। সেবাগ্রহীতারা এই বুথে এসে এইসব সেবা নিতে পারবেন। আশাকরি আমাদের এই উদ্যোগের মাধ্যমে তারা উপকৃত হবেন।”
উল্লেখ্য, রংপুর থেকে ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস মোহাম্মদ শাহজাহান বুথটি পরিদর্শন করতে আসেন।