নীলফামারী থেকে
সাদ্দাম আলী।।
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন- সারা দেশের ৫০ শয্যা হাসপাতালগুলো ক্রমান্বয়ে একশত শয্যায় উন্নীত করা হবে।
আজ সকালে নীলফামারীর সংগলশী ইউনিয়নের দীঘলডাঙ্গিতে সঞ্জীব-মালতী কমিউনিটি ক্লিনিক এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরও বলেন- নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালের জমি অধিগ্রহন সমস্যার সমাধান হয়েছে। খুব শীঘ্রই অন্যান্য সমস্যা সমাধান করা হবে।
নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম- স্বাস্থ্য সচিব মো. জাহাঙ্গীর আলম- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম- জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মনোজ কুমার রায়- রংপুর স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. এ.বি.এম. আবু হানিফ- সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান- পুলিশ সুপার মোকবুল হোসেন- নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ- সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামালসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।