
মোঃ আসিফুজ্জামান আসিফ সিনিয়র ষ্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার -২৭ মার্চ- বিকেল ৪টার দিকে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট রশিদ মার্কেট এলাকায় এ ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সানোয়ার হোসেনের ব্যক্তিগত অর্থায়নে এ আয়োজন সম্পন্ন হয়। ছাত্রদল নেতা রাশেদ ভূঁইয়া ও সোহেল খন্দকারের তত্ত্বাবধানে অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
উপহার বিতরণ কার্যক্রম সম্পর্কে মোহাম্মদ সানোয়ার হোসেন বলেন, ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের পক্ষ থেকে আমরা আশুলিয়া থানার ছাত্রদলের নেতাকর্মীরা এই এলাকার অসহায় ও দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় প্রায় শতাধিক অসহায়-দুস্থদের মাঝে সেমাই, চিনি, দুধ, চাউল সহ অন্যান্য ঈদ সামগ্রী বিতরণ করা হয়।