
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়া উপজেলার দরিদ্র অসহায় নির্যাতিত নিপিড়ীত মানুষের মামলা সফলভাবে পরিচালনার জন্য সাতকানিয়া চৌকি আদালতে লিগ্যাল এইডের ২০২৫ সালের শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে নির্বাচিত হয়েছেন এডভোকেট শাহাদাত হোসেন হিরু। জাতীয় আইনগত সহায়তা দিবসে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তিনি দক্ষিণ রূপকানিয়া নবীন পাড়ার আহামদ কবিরের ছেলে।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০ টায় সাতকানিয়া আদালত প্রাঙ্গন হতে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতকানিয়া চৌকি আদালত প্রাঙ্গনে এসে শেষ হয়।
এরপর “দ্বন্ধে কোনো আনন্দ নাই, আপস করো ভাই,লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই ” এ স্লোগানকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা লিগ্যাল এইড বিশেষ কমিটি সাতকানিয়া উপজেলার চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ জনাব মোঃ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে, সাতকানিয়া আইনজীবী সমিতির সেক্রেটারী ও লিগ্যাল এইড বিশেষ কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট হাফিজুল ইসলাম মানিকের সঞ্চালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাতকানিয়া সিনিয়র সহকারী জজ হেদায়েত উল্লাহ, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফারিস্তা করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সোলায়মান, সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট মাহমুদুল হক চৌধুরী, অ্যাডভোকেট এম. ফয়সাল, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল ইসলাম, সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রকিব চৌধুরী, অ্যাডভোকেট তাজুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট শিব সংকর নাথ, অ্যাডভোকেট সমর গুহ, অ্যাডভোকেট আশিষ দত্ত প্রমুখ।
বক্তারা আইনগত সহায়তা প্রদানের জন্য ব্যাপক প্রচারের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। বক্তারা বলেন, সাধারণ মানুষ যাতে বিচারবঞ্চিত না হয় সেজন্য কাজ করছে লিগ্যাল এইড। আইনগত সহায়তা প্রাপ্তি সম্পর্কে বিচারপ্রার্থীদের মাঝে সচেতনতা গড়ে তুলতে হবে, পাশাপাশি আইনী দীর্ঘসূত্রিতা ও নানা জটিলতার দুর্বলদিকগুলো কাটিয়ে দ্রুততম সময়ে বিচার নিষ্পত্তিতে প্রয়োজনীয় আইনী সংস্কার দরকার, তা না হলে বিচারপ্রার্থীদের ভোগান্তির শেষ হবে না।
এডভোকেট শাহাদাত হোসেন হিরুর হাতে শ্রেষ্ঠ আইনজীবীর সম্মাননা তুলে দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফারিস্তা করিম।