আব্বাস উদ্দিন
ব্রাহ্মণ বাড়িয়া জেলা প্রতিনিধি।।
মানবতার বন্ধনে আবদ্ধ আমরা কয়েকজন বন্ধু -এই স্লোগানকে সামনে রেখে গত বছর ধরে নিজস্ব অর্থায়নে সমাজের অসসহায় দরিদ্র মানুষদের সহায়তা করছেন ‘আলীবক্স ফাউন্ডেশন নামের একটি সংগঠন।
এরই ধারাবাহিকতায় মাত্র কয়েকজন বন্ধুর সমন্বয়ে গড়া এই সংগঠনটি গতকাল শনিবার ৩ শতাধিক দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন খাদ্য সামগ্রি উপহার নিয়ে। অনেককে দিয়েছেন নগদ অর্থ।
এই উপলক্ষে সরাইল সদরের দক্ষিণ আরিফাইল গ্রামের বাসিন্দা প্রধান দাতা প্রবাসী মোহাম্মদ আলীর বাসভবনে ইউপি চেয়ারম্যান ও সংগঠনের সদস্য আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাংবাদিক নারায়ণ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সরাইল মহিলা কলেজের প্রভাষক সাংবাদিক মোহাম্মদ মাহবুব খান- সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির- উপলদ্ধির নির্বাহী পরিচালক ও সাংবাদিক মো. শরীফ উদ্দিন- সাংবাদিক মো. আলমগীর মিয়া- মো. রফিকুল ইসলাম- মো. আরব আলী- আব্দুল জব্বার- সংগঠনের সদস্য পারভেজ- সুমন আল মামুন- মামুন খন্দকার ও মনির হোসেন। প্রবাসে বসেও লাইভে খাদ্য সামগ্রি বিতরণের ভিডিও দেখে সকলকে উৎসাহিত করেছেন সদস্য মো. শরীফ বক্স ও মোহাম্মদ আলী। উপস্থিত সকলকে জানিয়েছেন ধন্যবাদ। এমন সহায়তা অব্যাহত রাখার আশ্বাসও দিয়েছেন তারা। বক্তারা বলেন- দানে ধন কমে না বরং বাড়ে। এই উপলদ্ধি মাথায় রেখেই মহামারী দূর্যোগ ছাড়াও প্রবাসী মোহাম্মদ আলী ও তার সংগঠন ‘আলীবক্স ফাউন্ডেশন’ মানুষের যেকোন সমস্যায় সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। এটি মানবতাবোধ ও মানবসেবার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
দরিদ্র পরিবারের বিপদে আপদে- বিয়েশাদী ও চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা করে ইতিমধ্যে সংগঠনটি অনেক সুনাম অর্জন করেছেন। সংগঠনের প্রধান দাতাসহ সকল সদস্যের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।