
শওকত আলম,
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এসব অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সতর্কবার্তায় বলেছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, যশোর, কুমিল্লা, বরিশাল ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে দমকা হাওয়া বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
এ অবস্থায় উন্মুক্ত জলাশয়ে বা নৌপথে চলাচলের সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে অধিদপ্তর। কৃষক ও স্থানীয় বাসিন্দাদেরও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ুর প্রভাবে এই ধরনের আবহাওয়া কিছুদিন স্থায়ী হতে পারে। তাই নিয়মিত আবহাওয়া আপডেট অনুসরণ করতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।