
চঞ্চল,
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে ইংরেজি দৈনিক দি ডেইলি স্টারের মর্যাদাপূর্ণ ‘Best Reporter Award’ অর্জন করেছেন লালমনিরহাটের জ্যেষ্ঠ সাংবাদিক এস দিলীপ রায়।
সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তার হাতে এই শ্রেষ্ঠত্বের সম্মাননা তুলে দেন দি ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।
পরিবেশ, নদী, কৃষি ও মানবাধিকার বিষয়ে সাহসিকতাপূর্ণ সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে এটি তার ষষ্ঠবারের মতো জাতীয় পর্যায়ের অর্জন, যা দেশের গণমাধ্যম অঙ্গনে তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
দীর্ঘদিন ধরে লালমনিরহাটের চরাঞ্চল, সীমান্তবর্তী জনপদ ও প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম অত্যন্ত নিপুণভাবে তুলে ধরেছেন এই কলম সৈনিক।
ইতিপূর্বেও পাঁচটি জাতীয় পুরস্কারে ভূষিত হওয়া দিলীপ রায়ের এই নতুন সাফল্য জেলার গণমাধ্যমকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে। তার এই অসামান্য অর্জন প্রমাণ করে যে, সততা ও একাগ্রতার সাথে কাজ করলে মফস্বল থেকেও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখা সম্ভব।
পেশাদারত্বের এই জয়জয়কার কেবল তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো লালমনিরহাট জেলার জন্য এক বিশাল গৌরব ও অনুপ্রেরণার বিষয়।
অনুভূতি জানতে চাইলে দিলীপ রায় বলেন, “সেরা সাংবাদিকের পুরস্কার গ্রহণ করা সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না—এ এক অন্যরকম অনুভূতি, গভীর আবেগ আর দায়বদ্ধতার মুহূর্ত। এই স্বীকৃতি শুধু আমার একার নয়। আমি যাদের জীবনসংগ্রাম, দুঃখ–কষ্ট, বঞ্চনা আর নীরব প্রতিবাদের গল্প তুলে ধরেছি—সেই সকল প্রান্তিক মানুষেরই এই অর্জন। যাদের কণ্ঠ সমাজে প্রায়ই শোনা যায় না, যাদের চোখের জল আড়ালেই থেকে যায়—তাদের কথাই আমার কলমে উঠে এসেছে। সেই মানুষগুলোর গল্প লিখে যদি আমি সেরা সাংবাদিকের স্বীকৃতি পেয়ে থাকি, তবে নিঃসন্দেহে এই পুরস্কার তাদেরই প্রাপ্য। তাই বিনয়ের সঙ্গে এই সম্মান আমি তাদের প্রতি উৎসর্গ করলাম।
এই পুরস্কার আরও দায়িত্বশীল করেছে। মানুষের পাশে থাকার দায় আরও দৃঢ় হলো। পথচলা হোক আগামীর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে—যেখানে সাংবাদিকতা হবে মানুষের জন্য, মানবতার জন্য।”

























