মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম -প্রতিনিধি।।
বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ত্রাণ বিতরণ সমাবেশে ১৩ই সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪.০০ ঘটিকায় নাঙ্গল মোড়া শামসুল উলুম ফাজিল মাদরাসা মাঠে বিএনপির সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা এস.এম ফজলুল হক বলেন- বিগত ১৬ বছর শেখ হাসিনা দুঃশাসন মাধ্যমে বিরোধীমতের উপর দমন-পীড়ন- হত্যা- গুম- মামলা- হামলা করে দেশে জগদ্দল পাথুরে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল কিন্তু ছাত্র- জনতার রক্তঝরা গণ অভ্যুত্থানে আওয়ামী তাসের ঘর ভেঙ্গে খানখান হতে মাত্র ২৪ দিন লেগেছে। শুধু তাই নয় হাসিনা অতিষ্ঠে অত্যাচারিত ছাত্র জনতা শেখ মুজিবের নিশানাও রাখেনি- চিরতরে শেখ মুজিবকে হত্যার জন্য শেখ হাসিনা ছাড়া আর কেউ দায়ী থাকতে পারে না।
ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক আবদুল রশীদ মেম্বারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দলের সাবেক সেক্রেটারী মাহাবুবুল আলম চৌধুরী- চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিএনপি নেতা হারুন অর রশীদ চেয়ারম্যান- আলহাজ্ব নুরুন্নবী তালুকদার- মাওলানা মীর কাশেম- জাকের হোসেন চেয়ারম্যান- এম. খায়রুন্নবী- মোঃ ইব্রাহিম- সাফায়েত ইসলাম সাবাল- মোঃ গিয়াস উদ্দিন- জাহাঙ্গীর আলম মুন্সি- নুরুল আজম চৌধুরী- হাজী হারুন ডিলার- সেলিম হাসান- শফিউল আলম- ডাঃ নজরুল ইসলাম- মাওলানা মাহবুবুল আলম- আহসান হাবীব মাসুম- মোঃ শাহাবুদ্দিন- দিদারুল আলম মুন্সি।
সাবেক ছাত্রনেতা তাজুল ইসলাম- রহিম উদ্দিন রাজু ও হুজ্জতুল ইসলামের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা বিএনপি নেতা হাজি মনির আহমদ- হাফেজ ফরিদ- মাওলানা মনছুর আলম- আহমদ হোসেন বাবুল- নুরুল আমিন- শাহজাহান সিকদার মেম্বার- নজরুল ইসলাম বাবুল- বেলাল উদ্দিন- হারুন উর রশীদ খোকন- মোহাম্মদ আলী মেম্বার- এ্যাড. সাইফুল তালুকদার- আব্দুচ ছালাম- রহিম বাদশা- এয়ার মোঃ বাচা- জেলা ছাত্রদলের ফোরকান চৌধুরী- রেজাউল করিম বাবু- কাজী রাশেদুল আলম- রায়হান উদ্দিন- শফিউল আজম শাহনেওয়াজ মুন্না- জিয়াউদ্দিন মিজান- বেলাল উদ্দিন- মোঃ লোকমান- নুরুল আবছার সুমন- ফরহাদ রুবেল- ওয়াহিদুল আলম- হাফেজ হেলাল উদ্দিন- বখতেয়ার বাচ্চু- এস. এ টুটুল- বাবুল রহমান- আবদুল হালিম- লোকমান চৌধুরী- আসিফ চৌধুরী- ফখরুল ইসলাম- নেছার উদ্দিন চৌধুরী- সাইদুল ইসলাম- ছৈয়দ মোঃ সামি ও প্রমূখ।
সমাবেশ শেষে এস এম ফজলুল হক ও নেতৃবৃন্দ এলাকার ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।