
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, পতিত স্বৈরাচার দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল। গুম, খুন, মিথ্যা মামলা দিয়ে একদলীয় শাসন কায়েম করেছিল। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা এবং দেশের কতিপয় স্বার্থান্বেষী মহল বিদেশি আধিপত্যবাদী শক্তির সহায়তায় ছাত্র-জনতার এই গণআন্দোলনকে ব্যর্থ করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশকে আবার অস্থিতিশীল করতে চাচ্ছে এবং পতিত স্বৈরাচার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার অপতৎপরতা শুরু করেছে। এমতাবস্থায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শান্তি-স্বস্তির নতুন বাংলাদেশ গঠন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমাদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা লাভ করেছে।
বুধবার -২৬ মার্চ- বিকেলে সাতকানিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাছের, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি তারেক হোসাইন প্রমুখ।