
চঞ্চল,
লালমনিরহাটের নবাগত পুলিশ সুপার (এসপি) মোঃ আসাদুজ্জামান আসাদ জেলায় কর্মরত সংবাদমাধ্যম কর্মীদের সাথে এক পরিচিতিমূলক ও গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় লালমনিরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান আসাদ জানান, জেলায় মাদক, চোরাচালান ও সীমান্ত অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। এই লড়াইয়ে সাংবাদিকদের কাছ থেকে সঠিক তথ্য, গঠনমূলক সমালোচনা এবং জনসচেতনতা সৃষ্টিতে সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
মতবিনিময়কালে সংবাদমাধ্যম কর্মীরা আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। নবাগত পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের প্রধান প্রত্যাশাগুলো ছিল গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত ও সহজলভ্য করার মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সহযোগিতা করা, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, কোনো ধরনের হয়রানি বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা, সাধারণ মানুষের অভিযোগ আমলে নিয়ে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ নিশ্চিত করা ইত্যাদি।
জবাবে পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ সাংবাদিকদের উত্থাপিত প্রতিটি বিষয় গুরুত্বের সাথে আমলে নেন এবং তাদের সাথে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় জেলা পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাদত হোসেন সুমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার(এ-সার্কেল) এ কে এম ফজলুল হক ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি সাদ আহমেদ সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

























