
চঞ্চল,
লালমনিরহাট ও কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় গরু, ৫ কেজি গাঁজা এবং ৮৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৯ ডিসেম্বর দুপুর ১টার দিকে লালমনিরহাট সদর উপজেলার লোহাকুচি সীমান্তে অভিযান চালিয়ে একটি ভারতীয় গরু উদ্ধার করা হয়। একই দিন রাত ১০টা ৩০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল পূর্বটারী এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে বিজিবির টহলদল। এছাড়া, ২০ ডিসেম্বর ভোর ৪টা ৩০ মিনিটে ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তের নাগরাজ এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
অভিযানগুলোর সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ৫ কেজি গাঁজা, ৮৭ বোতল ইস্কাফ সিরাপ এবং একটি ভারতীয় গরুর মোট সিজার
























