
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদক মামলাসহ অন্তত ৭টি মামলার আসামি আবুল কালাম ওরফে ‘গুলি কালামকে’ গ্রেপ্তার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।
১৯ মার্চ “মঙ্গলবার” বিকেলে উপজেলার জাউরানি বাজার থেকে রংপুর আরএমপি কোতোয়ালি থানার ১৭ নম্বর মামলায় তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ওসি মো. মাহমুদুন-নবী।
গ্রেপ্তারকৃত আবুল কালাম একই উপজেলার উত্তর জাওরানী এলাকার বাসিন্দা মো. সামছুল হক সামছু’র ছেলে।
হাতীবান্ধা থানার এসআই মো. ফরহাদুজ্জামান বলেন, “আমার জানামতে কালামের বিরুদ্ধে মাদক মামলাসহ অন্তত ৬-৭ টি মামলা রয়েছে। আমরা তাকে গত ১৪ মার্চ আরএমপির কোতোয়ালি থানায় দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলার ধারাগুলো হল- , ১১৪, ১৩৪, ১৪৩, ১৪৮, ১৪৯, ২০১, ৩০৭, ৩২৩, ৩২৬, ৩৪১ এবং ৫০৬(২)। মামলাটি মূলত জুলাই-আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলন সম্পর্কিত। মামলায় উল্লেখ আছে যে সে আওয়ামী লীগের অস্ত্রদাতা।”
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা “ওসি” মো. মাহমুদুন-নবী বলেন, “কালামের বিরুদ্ধে রংপুরে ও আমাদের থানায় বেশ কয়েকটি মামলা আছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। “
উল্লেখ্য, গুলি কালামের বিরুদ্ধে দৈনিক মানবকণ্ঠ ও বাংলাদেশ জার্নালের লালমনিরহাট জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজুকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। তিনি বিগত ২০১৯ সালের ২৬ মে রাতে হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হন। তখন থেকে তিনি “গুলি কালাম” নামে পরিচিত।