
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাট সদর উপজেলা ভোকেশনাল মোড় এলাকা থেকে ২২.৭ কেজি গাঁজা ও একটি অটো রিকশা জব্দসহ সাখাওয়াত নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-১৩।
সোমবার -১২ মে- রাত ১১টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩ এর সিনিয়র সহ : পরিচালক -মিডিয়া- ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেপ্তার হওয়া মো. সাখাওয়াত হোসেন -৪৮- সদর উপজেলার কাকেয়া টেপা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে বলে জানায় র্যাব।
র্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট শহরের ভোকেশনাল মোড় এলাকায় অবস্থিত সওদাগর কুরিয়ার সার্ভিসের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে র্যাব-১৩, সদর কোম্পানি রংপুর। রবিবার রাতে পরিচালিত ওই অভিযানে একটি অটোরিকশা তল্লাশি করার সময় ২২.৭ কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও অটোরিকশাটি জব্দসহ মাদক কারবারি সাখাওয়াতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।